Barak UpdatesHappeningsBreaking News
নৌপথ খুলে গেল, বাংলাদেশের সিমেন্ট বোঝাই জাহাজ করিমগঞ্জে এলো
মোদীর অনুষ্ঠান নেই, বন্দরে গেলেনই না রাজ্য অফিসাররা
৯ নভেম্বরঃ ১২৫ টন সিমেন্ট নিয়ে বাংলাদেশের জাহাজ এমভি প্রিমিয়ার সোমবার বিকাল সাড়ে ৩টায় করিমগঞ্জে এলো৷ এ উপলক্ষে নদীবন্দর সাজিয়ে তোলা হয়েছে৷ ভারত-বাংলা জলপথের এই অংশে এটিই বাংলাদেশের প্রথম চালান৷ তাই এমভি প্রিমিয়ারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়ালি স্বাগত জানানোর কথা ছিল৷ তিনি সময় দিতে পারেননি।
সশরীরে না আসুন, প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বলে কথা৷ তাই ব্যাপক তোড়জোড় শুরু হয়েছিল স্থানীয় প্রশাসনে। সরাসরি বাংলাদেশ থেকে জাহাজে পণ্য আসছে করিমগঞ্জ বন্দরে, এ কম বড় ব্যাপার নয়। আগে জাহাজে অল্পস্বল্প জিনিস এসেছে বটে, তবে সেগুলি এসেছিল ট্রানশিপমেন্ট বা ট্রানজিটে। এ বার কুশিয়ারার নৌপথ বাংলাদেশের সঙ্গে সরাসরি যুক্ত হল। জানিয়েছিলেন জেলাশাসক আনবামুথান এমপি৷ বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন ডেকে বলেছিলেন, তাঁদের জন্যই এতবড় একটা ব্যাপার সম্ভব হয়েছে।
মোদির কর্মসূচি স্থগিত হওয়ায় সোমবার একবারের জন্য বন্দর-মুখো হননি জেলাশাসক বা বিজেপি সভাপতি। এমনকি অসম সরকারের জল পরিবহণ দফতরের সহকারী সঞ্চালক প্রবীণ বরা করিমগঞ্জে থাকলেও যাননি জাহাজের আশেপাশে।
তবে বাংলাদেশের জাহাজটিকে স্বাগত জানান জাহাজ মন্ত্রকের উপদেষ্টা সুনীলকুমার সিংহ এবং ভারতীয় অভ্যন্তরীণ জল পরিবহণ কর্তৃপক্ষের সদস্য (ট্রাফিক) শশীভূষণ শুক্লা, ডিরেক্টর (গুয়াহাটি) সুরেন্দ্র সিংহ এবং শুল্ক বিভাগের করিমগঞ্জ বন্দর ইনচার্জ প্রদীপ জোয়ারদার। ছিলেন করিমগঞ্জের কর অ্যান্ড সন্সের কর্ণধার সুব্রত কর৷ কর অ্যান্ড সন্সই বাংলাদেশের প্রিমিয়ার ব্র্যান্ডের সিমেন্ট এনেছেন করিমগঞ্জে৷
জেলাশাসক আনবামুথান এমপি জানান, প্রধানমন্ত্রীর অনুষ্ঠান স্থগিত হওয়ায় নতুন করে কিছু ভাবা হয়নি। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী সময় দিলেই আনুষ্ঠানিকতা হবে। কোনও নির্দেশ না থাকায় তিনি আর বন্দরে যাননি। প্রবীণ বরাও বলেন, জাহাজের ব্যাপারে কোনও বিভাগীয় নির্দেশ ছিল না তাঁর কাছে৷
সিমেন্ট বোঝাই এমভি প্রিমিয়ার গত ১ নভেম্বর বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে রওয়ানা হয়। আশুগঞ্জ হয়ে আসে জকিগঞ্জে৷ পরে এ পারে করিমগঞ্জে৷ মেঘনা নদী পেরিয়ে কুশিয়ারায়। জাহাজ দেখতে করিমগঞ্জের সাধারণ মানুষ ভিড় জমান কুশিয়ারার তীরে৷
সিমেন্ট নামিয়ে এমভি প্রিমিয়ার ফাঁকাই ফিরে যাবে৷ তবে এ দিক থেকে বাংলাদেশ জলপথে চুনাপাথর নেবে৷ প্রথম চালানে যাবে ৩৭৫ মেট্রিক টন৷ সে জন্য দুটি জাহাজ এমভি জান্নাত ও এমভি হাজি বশির দুদিন ধরেই বন্দরে নোঙর করে আছে৷ বুধবার এরা রওয়ানা হবে৷