Barak UpdatesHappeningsBreaking News

পরীক্ষার হলে অনিয়ম, বাঁশকান্দিতে দুই শিক্ষক সাসপেন্ড

ওয়েটুবরাক, ১৪ মার্চ : কাছাড় জেলার বাঁশকান্দি নেনা মিয়া স্কুল পরীক্ষা কেন্দ্রের দুই শিক্ষককে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে৷ তাঁরা হলেন আনোয়ারুল হক বড়ভুইয়া ও বিকাশ পুরকায়স্থ৷

Rananuj

বড়ভুইয়ার মেয়ে এ বারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী৷ অসুস্থতার কারণ দেখিয়ে সিক রুমে তার পরীক্ষার ব্যবস্থা করেছিলেন৷ পরে নিজে সেই রুমে ঢুকে মেয়েকে সাহায্য করতে গিয়ে বিপাকে পড়লেন৷ পিতা-কন্যার ভিডিয়ো সোস্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তাঁকে চাকরি থেকে সাসপেন্ড করা হল৷

বিকাশ পুরকায়স্থকে একই ভিডিয়োতে পরীক্ষার হলে বসে মোবাইলে কথা বলতে শোনা যাচ্ছে৷ সে জন্যই শাস্তির খাঁড়া নেমে এলো তাঁর কাঁধে৷ কাছাড়ের জেলাশাসক রোহনকুমার ঝা জানান, ছাত্রীটির পরীক্ষাও এ বারের জন্য বাতিল করা হয়েছে৷

এ দিকে, নেনা মিয়া স্কুলের সেন্টার ইনচার্জ তথা অধ্যক্ষ সাসপেনশনে যাওয়া তাঁর স্কুলের বাংলার বিষয়শিক্ষক বড়ভুইয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন৷ তিনি বলেন, মেয়ের পরীক্ষা বলে এ বার তাঁকে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছিল৷ এর পরও তিনি অনধিকার প্রবেশ করেছেন৷ বিদ্যালয় পরিদর্শক অবশ্য সেন্টার ইনচার্জকেও শোকজ করেছেন৷ এই অনধিকার প্রবেশের কথা সোমবার কেন জানানো হল না, জানতে চেয়েছেন অধ্যক্ষের কাছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker