Barak UpdatesBreaking News
বিদ্যাসাগরের মূর্তিভাঙা, প্রতিবাদী সভা শিলচরেVidyasagar’s statue vandalised, protest demonstration at Silchar
১৬ মেঃ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে বৃহস্পতিবার শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হয়ে প্রতিবাদ করেন শিলচর শহরের সচেতন নাগরিকরা । প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য, অধ্যাপক অজয় রায়, নির্মল কুমার দাস, ভাস্কর দাস, মানস দাস,কবি, তমোজিৎ সাহা, তানিয়া সুলতানা লস্কর, বিশ্বজিত দাস, শর্মিলা দত্ত, স্নিগ্ধা নাথ, নকুল রঞ্জন পাল প্রমুখ ।
উপস্থিত বক্তারা বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙ শুধু একটি ঘটনা নয়,এটি একটি পরিকল্পিত যড়যন্ত্র । ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে এখন রুখে না দাঁড়ালে আগামীতে ভারতবর্ষের শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব কিছুই ধ্বংস হয়ে যাবে । প্রাক্তন মন্ত্রী অধ্যাপক তপোধীর ভট্টাচার্য বলেন, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ভারতের ঐতিহ্যকে কলুষিত করা হয়েছে । ধর্মনিরপেক্ষ, বিজ্ঞানভিত্তিক, যুক্তিবাদী চিন্তাকে ধ্বংস করার উদ্দেশ্যেই ভারতের নবজাগরণ আন্দোলনের মনীষীদের চিন্তাকে মুছে ফেলতে চাইছে । তিনি এও বলেন যে, আজকে মেয়েরা যে শিক্ষিত হচ্ছে, সেজন্য ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের অবদান যথেষ্ট। এই কথা ইতিহাস থেকে মুছে ফেলা হচ্ছে ।
ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর আধুনিক বাংলা গদ্যের স্রষ্টা, আধুনিক শিক্ষার পরিচালক । অধ্যাপক তপোধীর ভট্টাচার্য বলেন, যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে তারা মানুষ নয়। বর্বর, সভ্য মানুষ এমন কাজ করতে পারে না ।যারা একাজ করেছে তারা যে দলেরই হোক, তাকে শাস্তি দিতে হবে, এখানে প্রশ্রয় দেয়া চলবে না । উপস্থিত জনতা দাবি তোলেন যে দেশ – বিদেশের সমস্ত মনীষীদের মূর্তি সরকারকে সংরক্ষণ ও পূর্ণ নিরাপত্তা প্রদান করতে হবে ।