Barak UpdatesHappeningsBreaking News
স্কুলের রান্নাঘর থেকে ভয়াবহ আগুন, কোনওক্রমে বাঁচল পড়ুয়ারা
ওয়ে টু বরাক, ৩০ মে ঃ স্কুল চলাকালীন অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হলেও বরাতজোরে প্রাণে বাঁচলেন পড়ুয়া সহ শিক্ষক-শিক্ষিকারা। ভয়ংকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর শিক্ষা খণ্ডের অধীন ৪৪৭ নম্বর সামজুরাই নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে।
সোমবার বেলা দশটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সে সময়ে শিক্ষক শিক্ষিকারা শ্রেণিকক্ষের ভেতরে পড়ুয়াদের পাঠদান করছিলেন। আগুনের সূত্রপাত হয় মধ্যাহ্ন ভোজনের জন্য থাকা রান্নার ঘর থেকে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে শ্রেণিকক্ষে। সঙ্গে সঙ্গেই অবশ্য কর্তব্যরত শিক্ষক-শিক্ষিকারা ছাত্রছাত্রীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যান।
তাদের চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন এলাকার মানুষ। শুরু হয় আগুন নেভানোর চেষ্টা। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকে। এদিকে গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ায় আগুন ভয়ঙ্কর রূপ ধারণ করে। স্থানীয়রা আগুন নেভানোর প্রচেষ্টা চালান ।
অন্যদিকে, দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসার আগেই স্কুলগৃহের অনেকটাই পুড়ে যায়। সেই সঙ্গে পুড়ে যায় নথিপত্র এবং স্কুলের আসবাবপত্র সহ অনেক পড়ুয়াদের ব্যাগ, বইপত্র। অগ্নিকাণ্ডের সময় ন্যূনতম ৫০ জন পড়ুয়া স্কুলে উপস্থিত ছিল। ঘটনার প্রেক্ষিতে এ দিন ব্যাপক আতঙ্ক ছড়ায় পড়ুয়ার মধ্যে।