Barak UpdatesHappenings

কলকাতার কোয়রান্টাইন থেকে চলে আসা কাছাড়ের তিন যুবক পজিটিভ, এখন মেডিক্যালে
3 youths who came to Silchar from quarantine in Kolkata tests +ve, admitted at SMCH

21 মেঃ কলকাতার কোয়রান্টাইন ক্যাম্প থেকে চলে এসেছেন কাছাড়ের তিন যুবক। পরে রিপোর্ট আসে, তিনজনই পজিটিভ। কিন্তু সেখানে তাদের খুঁজে পাওয়া যায়নি। চলে আসেন শিলচরে। এখানে আসতেই অবশ্য তাদের কোভিড ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত জানান, বুধবার রাতেই তাদের চিকিতসা শুরু হয়েছে।
May 21: Three youths came over to Cachar district from a quarantine centre in Kolkata. After they left Kolkata, their swab reports came and all three of them were detected as COVID-19 positive. However, the authorities failed to trace them in Kolkata. In the meantime, they came over to Silchar. However, at Silchar, they were immediately taken to COVID-19 ward at Silchar Medical College & Hospital (SMCH). Dr. Bhaskar Gupta, Vice Principal of SMCH informed that the treatment of the 3 youths has already started at SMCH since Wednesday night.

21 মেঃ কলকাতার কোয়রান্টাইন ক্যাম্প থেকে চলে এসেছেন কাছাড়ের তিন যুবক। পরে রিপোর্ট আসে, তিনজনই পজিটিভ। কিন্তু সেখানে তাদের খুঁজে পাওয়া যায়নি। চলে আসেন শিলচরে। এখানে আসতেই অবশ্য তাদের কোভিড ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত জানান, বুধবার রাতেই তাদের চিকিতসা শুরু হয়েছে।

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker