Barak UpdatesHappenings

ভ্যাকসিনে অনাগ্রহীদের কাছে যাচ্ছেন মন্ত্রী-অফিসাররা

ওয়েটুবরাক, ২৯ নভেম্বর : একশো শতাংশ টিকাকরণের লক্ষ্যে অনেকটাই এগিয়ে গিয়েছে কাছাড়৷ জেলার ৯৯.৭৪ শতাংশ মানুষ কোভিড টিকা গ্রহণ করেছেন৷ ভোটার তালিকা ধরে ধরে বের করা হয়েছে, এ পর্যন্ত মাত্র ০.২৬ শতাংশ মানুষ এখনও টিকা নেননি৷ এই টিকা গ্রহণে অনাগ্রহী মানুষদের সংখ্যা ৩৭,১২৫ ৷ জেলা প্রশাসন, স্বাস্থ্য দফতর সহ সকল সরকারি কর্তাদের লক্ষ্য, তাদেরও টিকা নিতে রাজি করাতে হবে৷ রাজ্যের বন ও পরিবেশ, আবগারি এবং মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, এই সংখ্যাটা যতই ছোট হোক, এদের বাদ দিলে চলবে না৷ তিনি সতর্ক করে দেন, কোভিডের যে নতুন সংস্করণ বেরিয়েছে, তা প্রথম ও দ্বিতীয় পর্ব থেকে অনেক বেশি মারাত্মক৷ এ থেকে বাঁচতে হলে একশো শতাংশ টিকাকরণ সুনিশ্চিত করতে হবে৷

তাই মন্ত্রী নিজে আজ অনাগ্রহীদের বাড়িতে ছুটে যান৷ টিকা না নেওয়ার কারণ জেনে সমস্ত ভীতি-সংস্কার দূর করিয়ে টিকা গ্রহণে রাজি করান এবং সঙ্গে সঙ্গে অনেকের টিকা দেওয়া হয়৷ শুক্লবৈদ্য সোমবার শিলচরের তারাপুর এবং নরসিংপুর এলাকায় গিয়ে টিকা অনাগ্রহীদের সঙ্গে কথা বলেন৷ টিকা নিতে সম্মত করিয়ে তা ততক্ষণাৎ প্রদানের ব্যবস্থা করেন৷

এর আগে পরিমলবাবু কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন৷ তিনি বলেন, ৭হর ঘর দস্তক কর্মসূচিতে সপ্তাহভর কোভিড টিকাকরণের জন্য ঘরে ঘরে যেতে হবে৷ আশাকর্মীদের পাঠিয়ে টিকা প্রদানের বন্দোবস্ত করা হচ্ছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker