NE UpdatesHappeningsBreaking News
ইস্তফা দিলেন ত্রিপুরার দুই বিদ্রোহী বিজেপি বিধায়কTwo Tripura BJP MLA’s resign
ওয়েটুবরাক, ৭ ফেব্রুয়ারি: সোমবার সকালে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তীর কাছে পদত্যাগপত্র তুলে দিলেন দুই বিদ্রোহী বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন এবং আশিস সাহা। পরে তাঁরা সাংবাদিকদের বলেন, রাজ্যে বিজেপি দল এবং মন্ত্রিসভায় এক ব্যক্তির শাসন কায়েম করা হয়েছে। কারও কোনও কথা বলার জায়গা নেই৷
প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায়বর্মন বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করেই দলে থেকেও দলের বিরুদ্ধে কথা বলতে হয়েছে। কারণ রাজ্যে গনতন্ত্র বিপন্ন। চারিদিকে মানুষের হাহাকার। তাই বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি। তাঁর দাবি, “ত্রিপুরার মানুষদের সঙ্গে নিয়ে সমস্ত ষড়যন্ত্র গুড়িয়ে দেব। আরও অনেক বিধায়ক আসবেন এবং তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। শীঘ্রই বর্তমান সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাবে।”
আশিসকুমার সাহা জানান, আজ বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকেও তাঁরা ইস্তফা দিয়েছেন৷ এরই মধ্যে পদত্যাগপত্র প্রদেশ সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘আজ আমরা দিল্লি যাচ্ছি। ফিরে এসে পদত্যাগের বিষয় নিয়ে বিস্তারিত জানাব।”
সুদীপ রায় বর্মন শিবিরের পরিচিত দুই বিজেপি বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল, বুর্বমোহন ত্রিপুরাও দিল্লি গিয়েছেন। প্রদেশ বিজেপি সভাপতি ডা: মানিক সাহা বলেন, দুই বিজেপি বিধায়কের পদত্যাগের ফলে দলের কোনও ক্ষতির আশঙ্কা নেই।