NE UpdatesAnalyticsBreaking News

উত্তরপূর্বে সেরা স্মার্ট সিটি আগরতলা, পঞ্চমস্থানে গুয়াহাটি

২৮ জুলাই : উত্তর পূর্বের ১০টি স্মার্ট সিটির মধ্যে শীর্ষস্থানে রয়েছে ত্রিপুরার রাজধানী আগরতলা। জাতীয় স্তরের র‍্যাঙ্কিং-এর ক্ষেত্রেও আগরতলা ৭৪ থেকে এগিয়ে এসেছে ৫৬-য়। এই তালিকায় গুয়াহাটির অবস্থান পঞ্চম স্থানে।

আগরতলা শহর ১৫০ বছরের পুরনো। মহারাজা বীরচন্দ্র মাণিক্য বাহাদুরের আমলে আগরতলায় পুরসভা প্রতিষ্ঠা হয়। ১৮৭১ সালের শেষভাগে তিন বর্গমাইল এলাকা নিয়ে গঠিত হয়েছিল পুরসভা। তখন লোকসংখ্যা ছিল মাত্র ৮৭৫। শহরের অন্যতম উজ্জয়ন্ত প্রাসাদও উদ্বোধন হয়েছে আজ থেকে ১০২ বছর আগে। ১৮৪৯ সালে মহারাজা কৃষ্ণচন্দ্র মাণিক্য বাহাদুর রাজধানী পুরনো প্রাসাদ থেকে নতুন প্রাসাদে স্থানান্তর করেন, আর সেটাই আজকের আগরতলা।

চলতি মাসেই দেশের ১০০টি স্মার্ট সিটির তালিকা প্রকাশ হয়েছে। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জানিয়েছেন, ১০০টি স্মার্ট সিটির মধ্যে আগরতলা ৫৬ নম্বরে রয়েছে। তিনি টুইটে আরও লিখেছেন, রাজধানী শহরের সার্বিক উন্নতিতে মোট ৮০টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১৪৭৯ কোটি টাকা। এই স্মার্ট সিটি প্রকল্প বাস্তবায়নে প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্মীদের কঠোর পরিশ্রমের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker