India & World UpdatesHappeningsBreaking News
৩ জন সুস্থ হলেও আক্রান্ত আরও ৬, সিনেমাহল বন্ধের নির্দেশ3 cured but another 6 infected, cinema halls ordered to be closed
১০ মার্চ : কেরলে আরও ৬ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। ফলে এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১৫। যাঁদের মধ্যে তিনজন ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছেন। করোনা সংক্রমণ ঠেকাতে অবিলম্বে রাজ্যের সব সিনেমাহল আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিল কেরল সরকার।
রাজ্যে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে এ দিন সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সেখানেই তিনি জানিয়েছেন, করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যে এক জায়গায় বেশি মানুষের জড়ো হওয়া বন্ধ করতে বেশকিছু পদক্ষেপ করছে রাজ্য সরকার। কারণ ভিড়ের মধ্যে থেকেই করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর আশঙ্কা সবথেকে বেশি থাকে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সব সিনেমাহল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, যে কোনও ফাংশন, বিয়েবাড়ি, উত্সব, যেখানে বেশি মানুষের জড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী। এমনকী, শবরীমালা মন্দিরে গিয়ে ভিড় না করার জন্যও অনুরোধ করেছেন তিনি। রাজ্যবাসীর কাছে তাঁর আবেদন, ধর্মীয় আচার আচরণ যেন বাড়িতে থেকেই তাঁরা পালন করেন। একইসঙ্গে সপ্তম শ্রেণি পর্যন্ত রাজ্যের সব স্কুলের পরীক্ষা পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।