Barak UpdatesHappeningsBreaking News
বৃদ্ধাশ্রমে বিভিন্ন সামগ্রী দান এনসিসির, সহযোগিতায় লাইফলাইন3 Assam Bn NCC & Lifeline Foundation extends helping hands to inmates of old age home
ওয়েটুবরাক, ২৪ মার্চ : আজ বৃহস্পতিবার এনসিসি-র ৩ নং আসাম ব্যাটেলিয়ন এবং শিলচরের লাইফলাইন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জীবনদীপ বৃদ্ধাশ্রমে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে একটি ফ্রিজ, একটি ইনভারটারের ব্যাটারি এবং বৃদ্ধাশ্রমের আবাসিকদের দৈনন্দিন ব্যবহারের কিছু জিনিস প্রদান করা হয়।
পরে সংস্থার কর্মকর্তাগণ, এনসিসি ক্যাডেট এবং অফিসাররা এবং লাইফলাইন ফাউন্ডেশনের সদস্যরা সবাই মিলে বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে দুপুরের আহার গ্রহণ করেন। এই দুপুরের আহারের ব্যবস্থা করে এনসিসি-র ৩ নং আসাম ব্যাটেলিয়ন ৷ এই কর্মসূচির ব্যাপারে মুখ্য উদ্যোগ নেন কর্ণেল বিভাস গুপ্তা। তাঁর প্রস্তাবে সাড়া দিয়েই লাইফলাইন ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
কর্নেল গুপ্তা বলেন, তাদের জওয়ানরা প্রায় সারাটি বছরই পরিবার থেকে দূরে থাকেন৷ নিজেদের পরিবারের বয়োজ্যেষ্ঠদের সেবা করার সুযোগ পান না৷ তাই বৃদ্ধাশ্রমের আবাসিকদের সেবা করার সুযোগ পেয়ে তাঁরা নিজেদের ধন্য মনে করেন।
লাইফলাইন ফাউন্ডেশনের পক্ষ থেকে পল্লবিতা শর্মা জানান, সামাজিক কাজে এনসিসি-কে পাশে পেয়ে তাঁরা আপ্লুত। তাঁদের যৌথ কাজে যুবসমাজ অনুপ্রাণিত হবে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপকৃত হবেন। বৃদ্ধাশ্রমের সার্বিক উন্নতির জন্য তাঁরা চেষ্টা চালিয়ে যাবেন বলে মন্তব্য করেন।
আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জীবনদীপ বৃদ্ধাশ্রমের সুরভিতা দত্ত, নিবেদিতা সিনহা, সুবীর ধর, লাইফলাইন ফাউন্ডেশনের সৌমিত্র দত্তরায়, এনসিসির কমল গুরুং প্রমুখ।