Barak UpdatesHappeningsBreaking News

কাছাড়ের ভোটকর্মীদের দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ কাল থেকে
2nd phase of training of poll staff & officials to begin from 16 March

ওয়েটুবরাক, ১৫ মার্চঃ আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য কাছাড় জেলায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন করতে কাছাড় জেলা প্রশাসন জেলার সাতটি বিধানসভা আসনের জন্য নিয়োজিত ভোটকর্মীদের দ্বিতীয় পর্বের প্রশিক্ষণের আয়োজন করেছে। ইভিএম ও ভিভিপ্যাট সংক্রান্ত এ প্রশিক্ষণ আগামী ১৬ থেকে ১৯ মার্চ পর্যন্ত চলবে। এই চারদিন বেলা ১০টা থেকে দুপুর ১টা ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুটো পর্যায়ে প্রশিক্ষণ হবে।

প্রশিক্ষণ কেন্দ্রগুলো হলো— নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, শিলচর সরকারি বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যে নিযুক্তি পাওয়া প্রত্যেক মাস্টার ট্রেনার ও সংশ্লিষ্ট ভোটকর্মীকে নির্দিষ্ট দিনে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। যারা অনুপস্থিত থাকবেন তাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনিক তরফে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker