NE UpdatesHappeningsBreaking News
প্রাণে মারার হুমকি মুকুল সাংমাকে, বাড়ল নিরাপত্তা
শিলং, ৫ মার্চ : প্রাণে মারার হুমকি পেয়েছেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। রাজ্যের মুখ্য সচিব ওয়াহলাঙকে এক চিঠি পাঠিয়ে তিনি অভিযোগ করেছেন, এনপিপি-র সমর্থকরা তাঁকে এই হুমকি দিয়েছেন। ওই চিঠিতে তিনি বলেছেন, রাজ্যে সরকার গঠন করার ব্যাপারে তাঁর দাবির প্রতিশোধ নিতেই এনপিপি সমর্থকরা ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকিও দিয়েছে। তিনি বলেন, এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্তরা রাজ্যে যেমন সাম্প্রদায়িক সংঘর্ষ তৈরি করবে, তেমনি তাঁকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারে। তিনি এজন্য মুখ্যসচিবকে উপযুক্ত ব্যবস্থা নিতে অনুরোধ জানান।
এ দিকে, এরপরই রাজ্য সরকার তাঁর বাড়ি সামনে নিরাপত্তা আরও জোরদার করেছে। উল্লেখ্য, একজন ফেসবুক ব্যবহারকারী সাংমার বাড়িতে গিয়ে পাথর ছোড়ার হুমকি দিয়েছিল। এর পাশাপাশি অন্য এক ফেসবুক ব্যবহারকারী সংঘর্ষের উদ্দীপক হিসেবে সাম্প্রদায়িক মন্তব্য করেছিল। প্রসঙ্গত, মেঘালয় নির্বাচনে এনপিপি ২৬ আসনে জয়লাভ করেছে। এছাড়া বিজেপি পেয়েছে ২টি আসন, কংগ্রেস ও তৃণমূল ৫টি করে আসন, ইউডিপি ১১টি, ভয়েস পিপল পার্টি ৪টি, এইচএসপিডিপি ২টি ও নির্দল প্রার্থী ২টি আসন পেয়েছেন।