India & World UpdatesHappeningsBreaking News

২৮ কর্মীর পজিটিভ, ১০ হাজার পিপিই কিটের অর্ডার দিল উত্তরপ্রদেশ পুলিশ
28 employees infected, UP Police orders 10,000 PPE Kits

৩০ এপ্রিল : উত্তর প্রদেশের ২৮ পুলিশকর্মীর দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। এরপরই পুলিশ বিভাগ ১০ হাজার পিপিই কিটের অর্ডার করেছে। এর পাশাপাশি ৫৫ বছরের ওপর থাকা পুলিশকর্মীদের প্রথম সারিতে ডিউটি না করার কথাও বলেছে। রাজ্য পুলিশের ডিজিপি হিতেশ চন্দ্র অবস্থি জেলাস্তরের পুলিশ প্রধানদের তাঁদের প্রয়োজন অনুযায়ী স্থানীয় স্তরে তা ক্রয় করার কথাও বলেছেন। তিনি জানান, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় মোট ২৮ জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এও বলেন, ‘আমরা ১০ হাজার পিপিই কিটের অর্ডার করেছি। কিন্তু জোগান কম থাকার জন্য মাত্র ৩-৪ হাজার কিট পেয়েছি। তবে ৬ হাজার কিট জেলাস্তরে ক্রয় করা হবে। আমাদের কর্মীদের করোনা থেকে বাঁচাতে বিশেষ নজর দিতে হবে।’

তিনি আরও জানান, এ ব্যাপারে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। বিশেষ করে হটস্পট এলাকাগুলোতে সামনের সারিতে থেকে যেসব পুলিশকর্মী কাজ করেন, তাঁদের সব ধরনের সুরক্ষা বজায় রেখে চলতে হবে। পিপিই কিট, মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার সব সুরক্ষা নিয়ে চলতে হবে। তাঁর কথায়, স্থানীয় অর্থাৎ জেলাস্তরের পুলিশ প্রধানদের অর্থ, সামগ্রী, নির্দেশিকা, গাইডলাইন সব দিয়ে দিয়েছি, যাতে পুলিশকর্মীদের সুরক্ষার দিকটি খেয়াল রাখা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker