Barak UpdatesHappeningsBreaking News
স্বাধীনতা দিবসে কাছাড়ে জাতীয় পতাকা তুলবেন পরিমল শুক্লবৈদ্য
ওয়েটুবরাক, ৯ আগস্ট : স্বাধীনতা দিবসে কাছাড় জেলার মূল সরকারি অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজ্যের পরিবহন, মীন ও আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য৷ সে দিন কোন মন্ত্রী কোন জেলায় পতাকা উত্তোলন করবেন, সরকারি তরফে তা প্রকাশ করা হয়েছে৷ করিমগঞ্জ, হাইলাকান্দিতে অবশ্য কোনও মন্ত্রীকে পাঠানো হচ্ছে না৷ ফলে বরাক উপত্যকার ওই দুই জেলায় সংশ্লিষ্ট জেলাশাসকরাই জাতীয় পতাকা তুলবেন বলে অনুমান করা যায়৷
জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সরকারি সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, তিনি নিজে নলবাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করবেন৷ অন্যান্য মন্ত্রীদের মধ্যে বন ও পরিবেশ মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি কামরূপ জেলায়, স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত গোলাঘাটে, খাদ্যমন্ত্রী রঞ্জিত দাস বঙাইগাঁওয়ে, কৃষিমন্ত্রী অতুল বরা ডিব্রুগড়ে, হস্ততাঁত ও বস্ত্রশিল্প মন্ত্রী উরখাও গোরা ব্রহ্ম বিশ্বনাথে, শিক্ষামন্ত্রী রণোজ পেগু ধুবড়িতে, নগরোন্নয়ন মন্ত্রী অশোক সিংহল শোণিতপুরে, রাজস্ব মন্ত্রী যোগেন মোহন লখিমপুরে, চা জনজাতি কল্যাণ মন্ত্রী সঞ্জয় কিষাণ তিনসুকিয়ায়, অর্থমন্ত্রী অজন্তা নেওগ যোরহাটে, জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকা নগাঁওয়ে, বিমল বরা শিবসাগরে, বিদ্যুৎমন্ত্রী নন্দিতা গারলোসা বরপেটায় জাতীয় পতাকা তুলবেন৷