Barak UpdatesHappeningsBreaking News

কালাইনে ডাকাতি, গুলিবিদ্ধ গৃহকর্তা, গ্রেফতার ২

১০ ফেব্রুয়ারি: ডাকাতদলের লুটপাট ও  গুলিচালনার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কাছাড় জেলার কালাইনে৷ ডাকাতদলের গ্রেফতারের দাবিতে স্থানীয় জনতা সড়ক অবরোধ করেন ৷ পুলিশ জানিয়েছে, এরই মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে‌৷

Rananuj

ঘটনা কালাইনের বুরুঙ্গায়৷ প্রাক্তন সেনাকর্মী অজি উদ্দিনের বাড়িতে ২০ জনের এক ডাকাতদল মঙ্গলবার রাত দেড়টায় হানা দেয়৷ বন্দুকের নলের মুখে গৃহকর্তাকে আটকে রেখে তারা পুরো ঘর তছনছ করে৷ যেখানে যা টাকাপয়সা, সোনারুপা পেয়েছে, সব হাতিয়ে নেয়৷ এমনকি বাড়ির মহিলাদের গলা, কান থেকেও স্বর্ণালঙ্কার টেনে নিয়ে যায়৷ গ্রামবাসী এগিয়ে গেলে এরা প্রথমে শূন্যে গুলি চালায়৷ ভয়ে সবাই সরে পড়লে বন্দুকধারীরা অজিউদ্দিনের পরিবারের সদস্যদের লক্ষ্য করে ১০-১২ রাউন্ড গুলি চালায়৷ তাতে তিনজন গুরুতর জখম হয়েছেন৷  প্রাক্তন সেনা জওয়ান অজি সহ তিনজনকেই শিলচর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে৷

এই ঘটনার প্রতিবাদে এবং ডাকাতদের গ্রেফতারের দাবিতে স্থানীয় জনতা বুধবার সকালে গুয়াহাটিগামী জাতীয় সড়ক অবরোধ করেন৷ এসপি বানোয়ারলাল মিনা ও অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস ঘটনাস্থলে ছুটে গিয়েছেন৷ পুলিশকর্তারা জানিয়েছে, বিষয়টিকে তাঁরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন৷ অফিসাররা তদন্তে নেমে পড়েছেন৷ ২ জনকে গ্রেফতার করা হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker