Barak UpdatesAnalyticsBreaking News
আসাম বিশ্ববিদ্যালয়েও স্নাতক স্তরে সিইউইটি বাধ্যতামূলক নয়, জানালেন নিবন্ধক
ওয়ে টু বরাক, ২৩ মে : কলেজগুলোর মতো আসাম বিশ্ববিদ্যালয়েও এ বছর স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (সিইউইটি) বাধ্যতামূলক থাকছে না। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে স্নাতক স্তরে ভর্তির জন্য আশি শতাংশ আসন পূরণ করা হবে সিইউইটি’র স্কোর ছাড়াই।
বিশ্ববিদ্যালয়ের এডমিশন কমিটির চেয়ারম্যান অধ্যাপক মানবেন্দ্র দত্তচৌধুরীর পৌরোহিত্য আয়োজিত বিভিন্ন বিভাগের প্রধানদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. প্রদোষকিরণ নাথ এ খবর জানিয়ে বলেছেন, খুব শিগগিরই স্নাতক স্তরের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
তিনি এও জানিয়েছেন, আশি শতাংশ আসন সিইউইটি স্কোর ছাড়া পূরণ করা হলেও বাকি কুড়ি শতাংশ আসন সিইউইটি’র ফল প্রকাশের পরই পূরণ করা হবে। পরবর্তীতে আসন শূন্য থাকলে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করে সিইউইটি স্কোর ছাড়াই সেইসব আসনে ভর্তি করা হবে। ছাত্রছাত্রীদের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিবন্ধক ড. নাথ।