India & World UpdatesHappeningsBreaking News
অধিবেশনে যোগ দিতে গিয়ে ধরা পড়ে, ২৫ সাংসদ পজিটিভ25 MPs test +ve for coronavirus before the start of monsoon session
১৪ সেপ্টেম্বরঃ অধিবেশনে যোগ দিতে গিয়ে ধরা পড়ল, লোকসভার ২৫ জন সাংসদ পজিটিভ। রবি ও সোমবার তাঁদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। এত জন সাংসদের রিপোর্ট পজিটিভ আসায় অন্যদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
করোনা সংক্রমণের জন্য এ বার বাদল অধিবেশনের সময় কমিয়ে দেওয়া হয়েছে। সাংসদদের বসার ব্যবস্থা থেকে শুরু করে সংসদের উভয় কক্ষের অধিবেশনের কার্যপদ্ধতিতেও অনেক রদবদল করা হয়েছে। তার অঙ্গ হিসেবেই প্রত্যেক সাংসদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়। সেই অনুযায়ীই দু’দিন তাঁদের করোনা পরীক্ষা করা হয়।
পজিটিভ সাংসদদের মধ্যে বেশির ভাগ বিজেপির। শাসক দলের ১২ জন সাংসদের শরীরে করোনার জীবাণু মিলেছে। এ ছাড়া, ওয়াইএসআর কংগ্রেসের দু’জন এবং শিবসেনা, ডিএমকে ও আরএলপি-র এক জন করে সাংসদের রিপোর্ট পজিটিভ এসেছে। করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে সংসদ ভবনের অফিসার-কর্মীদেরও৷ তাদেরও ৫০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে৷