India & World UpdatesHappeningsBreaking News
25% beds earmarked for COVID-19 in all hospitals of Haryana হরিয়ানায় সব হাসপাতালের ২৫ শতাংশ করোনা শয্যা
২৭ মার্চ: করোনা মোকাবিলায় কেন্দ্রের সঙ্গে সমানভাবে সক্রিয় রয়েছে রাজ্য সরকারও। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে এই ভাইরাস সংক্রমণ রুখতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এবারে আরেকটি বড় ঘোষণা হয়েছে হরিয়ানা সরকারের তরফে। রাজ্যের সব সরকারি হাসপাতাল, সরকারি সাহায্য প্রাপ্ত হাসপাতাল ও বেসরকারি মেডিক্যাল কলেজগুলিকে কম করেও ২৫ শতাংশ শয্যা করোনাভাইরাসের চিকিৎসার জন্য সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে হরিয়ানা সরকার।
একই সঙ্গে শুধুমাত্র কোভিড-১৯ এর প্রতিরোধমূলক চিকিৎসার জন্য আলাদা একটি হাসপাতালও গড়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আরও জানানো হয়েছে, করোনা আক্রান্তদের চিকিৎসার খরচও বহন করবে সরকার।
হরিয়ানার ক্রাইসিস কোঅর্ডিনেশন কমিটির বৈঠকে বৃহস্পতিবার সরকারের এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের মুখ্যসচিব কেশনী আনন্দ অরোরা। তাছাড়া বৈঠকে কোরনা রোধে হরিয়ানা সরকারের বিভিন্ন প্রস্তুতি ও পরিষেবা ব্যাপারেও বিস্তারিত তুলে ধরেন।