Barak UpdatesHappeningsBreaking News
শুক্রবার বরাকে ২৪ জন আক্রান্ত24 tests positive in Barak Valley on Friday
৬ জুনঃ শুক্রবার সকালেই করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় ২ জন করে করোনা পজিটিভ ধরা পড়ে। রাতে আরও ২০। সবমিলিয়ে এ দিন ২৪ জনের দেহে করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছে। তাদের মধ্যে কাছাড়ের ৭ জন, করিমগঞ্জ জেলার ৯ জন ও হাইলাকান্দি জেলার ৮ জন।
রাতে শিলচর মেডিক্যাল কলেজ সূত্রে যে ২০ জনের তালিকা তালিকা প্রকাশ হয়, সে অনুসারে করিমগঞ্জ জেলার আক্রান্তরা হলেনঃ শাপলার নূর উদ্দিন (৩৬), উত্তর গোপালপুরের কার্লুস খংলা (২২), টিলাবাজারের সুজিত রায় (১৯), পইলামুলির কওসর আমিন (২২), উত্তর জন্ধরবাখানির জয়ুল হক (২৫), মেডলিছড়ার নকুল রিয়াং (২৭) এবং লক্ষীবাজারের খালিদ আহমেদ (২৫)।
হাইলাকান্দি জেলার সংক্রমিত হয়েছেনঃ বোয়ালিপার প্রথম খণ্ডের হাফিজুর রহমান বড়ভুইয়া (২১), আলগাপুরের আশকউদ্দিন লস্কর (২৬) ও জাকির হোসেন লস্কর (৩০), আবদুল্লাপুর প্রথম খণ্ডের মণ্টু শুক্লবৈদ্য (৩১), উজান কুরুয়ার গোলাপ হোসেন মজুমদার (২১) এবং রাঙামাটি প্রথম খণ্ডের সৈয়দ আহমেদ চৌধুরী (২৫)।
কাছাড়ে ভাইরাসের থাবায় পড়েছেনঃ গোপালগঞ্জের রোকসানা বেগম মজুমদার (৪৯) ও নিসাত আফরিন লস্কর (২৩), মালুগ্রামের সত্যব্রত ভট্টাচার্য় (২২), জিরিঘাটের জি আচম রংমাই (২৮), সোনাবাড়িঘাটের রোকিয়া খানম লস্কর (৬২), উত্তর কৃষ্ণপুরের আকতার হোসেন লস্কর (২০) ও সোয়েল আহমেদ বড়ভুইয়া (২৪)।