Barak UpdatesHappeningsBreaking News
রেলটিকিটে প্রবীণদের জন্য ভর্তুকি দাবি সক্রিয়পন্থী প্রবীণদের
ওয়েটুবরাক, ১৬ ফেব্রুয়ারি : কোভিডের সময় রেলটিকিটে প্রবীণদের জন্য ছাড় প্রত্যাহার করে নেওয়া হয়। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক হলেও ছাড় অমিলই রয়ে গিয়েছে। এ নিয়ে নিজেদের অসন্তোষের কথা রেলমন্ত্রীকে জানিয়েছে শিলচরের সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ। স্মারকলিপি পাঠিয়ে মঞ্চের সাধারণ সম্পাদক দিলীপকুমার দে বলেন, সমস্ত ধরনের ট্রেনের স্লিপার ক্লাশ, চেয়ার কার এবং এসি-থ্রিতে ষাটোর্ধ্বদের জন্য পঞ্চাশ শতাংশ ছাড়ের সুবিধে ফিরিয়ে আনা হোক। কারণ সরকারি-বেসরকারি অফিস হোক বা যে কোনও ধরনের উতপাদনে জড়িত এই মানুষগুলি দীর্ঘকাল দেশের অর্থনীতিতে ভূমিকা গ্রহণ করেছেন। ষাট পেরনোর পরে এই ছাড় দিয়ে তাঁদের সম্মান জানানো উচিত। এ ছাড়া, বৃদ্ধ-বৃদ্ধারা বিশেষ কাজ ছাড়া খুব একটা বেরোতে চান না। ফলে তাঁদের ভর্তুকিতে রেলের ওপর চাপ বাড়ার কথা নয়।
সেই সঙ্গে সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ আরও একটি ব্যাপারে রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তাঁরা জানান, অনেক সময় অতি বৃদ্ধদেরও উপরের বার্থ দেওয়া্ হয়। এতে তাঁদের সমস্যা হয়। তাই বৃদ্ধ-বৃদ্ধাদের যেন উপরের বার্থ না দেওয়ার জন্য নীতি গ্রহণেরও আর্জি জানান তাঁরা।
রেলটিকিটি প্রবীণদের ছাড়ের প্রসঙ্গ গত ডিসেম্বরেও লোকসভার অধিবেশনে ওঠে। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি গত বছরের অগস্টেই এই ভর্তুকি ফিরিয়ে আনার জন্য সুপারিশ করেছিল। সংসদে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো কমিটির সুপারিশের কথা জানালেও এ ব্যাপারে গ্রহণ বা বাস্তবায়নের ব্যাপারে মুখ খোলেননি। তিনি স্বীকার করেন, স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে বলা হয়েছে, কোভিডের আগে যে ভাবে প্রবীণ নাগরিকদের ভর্তুকি দেওয়া হচ্ছিল, তা অন্তত স্লিপার ও এসি-থ্রিতে ফিরিয়ে আনা হোক। একে কার্যকর করার জন্যই দাবি জানিয়েছে শিলচরের মঞ্চ।