Barak UpdatesHappeningsBreaking News
ঘুষ নিয়ে গ্রেফতার পাথারকান্দি থানার এসআই
SI of Patharkandi PS arrested on charges of taking bribe

ওয়েটুবরাক, ১৭ ডিসেম্বর : উৎকোচ নিয়ে গ্রেফতার হলেন পাথারকান্দি থানার সাব-ইন্সপেক্টর জিতেন্দ্র সিনহা৷ দুই মাস আগে দুর্ঘটনাগ্রস্ত এক গাড়ির মালিককে পুলিশ রিপোর্ট দিতে গিয়ে তিনি ৫ হাজার টাকা উৎকোচ চেয়েছিলেন৷ সে সময়ের এক ভিডিও আজ শুক্রবার ভাইরাল হয়ে পড়ে৷
গুয়াহাটির বাসিন্দা প্রেমধন নাথ জানিয়েছেন, তাঁর গাড়ি গত ১৬ অক্টোবর পাথারকান্দি থানার আছিমগঞ্জে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। মিজোরামগামী একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বেঁধেছিল। প্রেমধন জানান, তদন্তকারী অফিসার হিসাবে জিতেন্দ্র সিংহ ওই দুর্ঘটনার রিপোর্ট দিতে গিয়ে তাঁর কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন। প্রেমধন দুই হাজার টাকা দিতে চেয়েছিলেন। সাব-ইন্সপেক্টর সিংহ সোজা বলেন, চা-পানির টাকা দিতে হবে ৷ কারণ উপরমহলেও টাকার ভাগ দিতে হয়। তাই এক-দুই হাজারে কিছু হবে না৷ পরে প্রেমধনকে পাঁচ হাজার টাকাই দিতে হয়। জিতেন্দ্র পাঁচশো টাকার সবকটি নোট গুণে নেন। পুরো দৃশ্যটি প্রেমধনের এক সঙ্গী ভিডিয়ো করেন।
আজ ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। টুইটারের মাধ্যমে তা আইজিপি জিপি সিংহের নজরে পড়ে। তিনি বিষয়টি তদন্ত করে দেখতে করিমগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দেন৷ প্রাথমিক তদন্তের পর জিতেন্দ্র সিংহকে গ্রেফতার করা হয়েছে।