Barak UpdatesHappeningsBreaking News

২২ ডিসেম্বর থেকে ভিস্টাডোম বদরপুরে আসবে

ওয়েটুবরাক, ১৮ ডিসেম্বরঃ ভিস্টাডোম এখন আর হাফলং থেকে ঘুরে যাবে না। আগামী ২২ ডিসেম্বর থেকে তা বদরপুরে আসবে। উত্তর-পূর্ব সীমান্ত রেলসূত্রে জানা গিয়েছে, এই বিশেষ ধরনের ট্রেনটি পুরনো সূচি অনুসারেই সপ্তাহে দুদিন চলাচল করবে। বুধ ও শনিবার। তবে সময়ের পরিবর্তন ঘটেছে কিছুটা।

দুইদিনই গুয়াহাটি থেকে (ট্রেন নং ১৫৮৮৮) সকাল পৌনে সাতটায় ভিস্টাডোম রওয়ানা হবে৷ হাফলঙ হয়ে বদরপুরে পৌঁছাবে বেলা ২টা ২০ মিনিটে৷ প্রায় একঘণ্টা সেখানে দাঁড়িয়ে বিকাল সোয়া তিনটায় গুয়াহাটির উদ্দেশে (ট্রেন নং ১৫৮৮৭) রওয়ানা হবে৷ রাত পৌনে ১১টায় ট্রেনটি গুয়াহাটি পৌঁছাবে৷ আসা-যাওয়ার পথে দুইবারই এটি হাফলঙ স্টেশনে দশ মিনিট দাঁড়াবে৷ গুয়াহাটি-বদরপুর টুরিস্ট স্পেশাল ট্রেন হাফলঙে পৌঁছাবে বেলা ১১টা ৫০ মিনিটে৷ অন্যদিকে বদরপুর-গুয়াহাটি ট্রেন হাফলঙে দাঁড়াবে বিকাল ৫টায়৷ হাফলঙ ও বদরপুরের মধ্যবর্তী অংশে একটিই স্টেশন রয়েছে৷ জাটিঙ্গা লামপুর৷ সেখানেভিস্টাডোম দুই মিনিট দাঁড়াবে৷

ভিস্টাডোম করিমগঞ্জ জেলার বদরপুর পর্যন্ত সম্প্রসারিত হওয়ায় শিলচরের বিজেপি সাংসদ ডা. রাজদীপ রায় সন্তোষ প্রকাশ করেন৷ তিনি বলেন, বরাকবাসীর দাবি পূরণ হলো৷ এখন এই অঞ্চলেও পর্যটকের আগমন বাড়বে৷

প্রসঙ্গত, ভিস্টাডোম পর্যটকদের আকৃষ্ট করতে এক বিশেষ ট্রেন৷ তাতে রয়েছে বিশাল কাচের জানালা, রিভলবিং চেয়ার৷ ট্রেনের ভেতরে দাঁড়িয়ে-বসেই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়৷ গত ২৮ অগস্ট থেকে উত্তর-পূর্ব সীমান্ত রেল গুয়াহাটি-হাফলঙ ভিস্টাডোম চালাচ্ছে৷ চারমাসেই তাতে ব্যাপক সাড়া মেলে৷ তাই একে এখন বদরপুর পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিলেন রেলকর্তারা৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker