Barak UpdatesHappeningsBreaking News

পজিটিভ মৃতকে দিনেই অন্ত্যেষ্টির প্রস্তুতি, সুভাষনগরের মহিলাদের আপত্তিতে পিছু হটল প্রশাসন

৬ আগস্ট: দিনে বা রাতে, পজিটিভ মৃতের অন্ত্যেষ্টি নিয়েই তীব্র আপত্তি করেছিলেন সুভাষনগর, কলেজ রোড, শিব কলোনির একাংশ মানুষ৷ বিধায়ক দিলীপকুমার পালের অনুরোধে তাঁরা রাতের বেলায় দাহকার্যে সম্মতি জানান৷ সে থেকে প্রতি রাতেই একজন পজিটিভ মৃতদেহের অন্ত্যেষ্টি চলছে৷

বৃহস্পতিবার দুপুরেই শেষকৃত্যের প্রস্তুতি চলছিল৷ প্রশাসনিক কর্তাদের দৌড়ঝাপেই টের পেয়ে যান এলাকার মহিলারা৷ তাঁরাই শ্মশানের গেটে গিয়ে প্রতিবাদে সরব হন৷ তখনও মৃতদেহ গিয়ে পৌঁছায়নি৷ গলা চড়িয়ে বলে দেন, মৃতদেহ কোনওমতেই শ্মশানে ঢুকতে দেওয়া হবে না৷

ম্যাজিস্ট্রেট ডি কে পাঠক তাঁদের বোঝাতে গেলে লাভ হয়নি৷ খবর পেয়ে ছুটে যান বিধায়ক দিলীপকুমার৷ এ বার মহিলাদের তিনিও নড়াতে পারেননি৷ তাঁরা বলেন, রাতের বেলায় অন্ত্যেষ্টি কোনওভাবে মেনে নেওয়া হয়েছিল৷ তাই বলে দিনেও যখন-তখন পজিটিভ মৃতদেহ পাড়ায় আসতে থাকবে? শেষে বিধায়ক ও ম্যাজিস্ট্রেট পিছু হটেন৷ জানিয়ে দেন, দিনে নয়, রাতেই আসবে করোনায় আক্রান্ত মৃতের দেহ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker