Barak UpdatesHappeningsBreaking News

শিলচর শহরে ২০১টি ভোটকেন্দ্র হবে মহিলা পরিচালিত
201 polling stations out of 1834 to be managed by all women employees

ওয়েটুবরাক, ১৩ ই মার্চ: কাছাড় জেলার ৭  বিধানসভা আসনে মোট ১৮৩৪টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ২০১টি সম্পূর্ণ মহিলা পরিচালিত। সে জন্য তাঁদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ ইতিমধ্যে শেষ হয়েছে। মহিলা ভোটকর্মীরা নিজেদের দায়িত্ব বুঝে নিতে প্রস্তুত। আজ শনিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে এ কথা জানালেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি। পুলিশ সুপার ভাঁওয়ারলাল মিনা বলেন, মহিলা পরিচালিত ওইসব ভোটকেন্দ্রে মহিলা নিরাপত্তারক্ষীর ব্যবস্থা থাকবে৷ অফিসার মহিলা, কনস্টেবলরাও থাকবেন মহিলা৷

Rananuj

তিন নির্বাচন পর্যবেক্ষক অম্লান বিশ্বাস, কুমার রাজীব রঞ্জন ও কৈলাশ পগাডে, পুলিশ পর্যবেক্ষক সাথিয়াপ্রিয়াকে সঙ্গে নিয়ে জেলাশাসক জানান, ৭টি বিধানসভা কেন্দ্রে মোট ৮০টি মনোনয়নপত্র জমা পড়েছে। ১৫ মার্চ স্ক্রুস্টিনি হবে। ১৭ মার্চ পর্যন্ত নাম প্রত্যাহার করা যাবে। এর পরই তৈরি হবে চূড়ান্ত প্রার্থী তালিকা৷

কীর্তি বলেন, গাড়ি চালক, সহকারীদের জন্যও পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। আশি-ঊর্ধ্ব ব্যক্তি, কোভিড আক্রান্ত, প্রতিবন্ধী, জরুরি পরিষেবার সঙ্গে জড়িত ব্যক্তিরাও পোস্টাল ব্যালটের সুবিধা পাবেন। তাঁর কথায়, নতুন সুবিধাপ্রাপকদের ২১ হাজারের বেশি ভোটারের হাতে ১২ডি ফর্ম পৌঁছে গিয়েছে৷ এর মধ্যে ৫৯৮৫টি ফর্ম ফিরে এসেছে৷ অর্থাৎ তাঁরাই পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন৷ তাদের আবেদনের এখন স্ক্রুটিনি চলছে৷ পরে বাড়ি বাড়ি গিয়ে ভোটকর্মীরা তাঁদের ভোট সংগ্রহ করবেন৷ সঙ্গে থাকবেন ম্যাজিস্ট্রেট৷ হবে ভিডিওগ্রাফিও৷

জেলাশাসক আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে কোভিড প্রোটকল মানা হবে। থার্মাল স্ক্যানারের মাধ্যমে ভোটারদের শরীরের তাপ মাপার ব্যবস্থা থাকবে। কারও তাপমাত্রা বেশি হলে তাকে ওয়েটিং শেডে সরিয়ে নেওয়া হবে৷ সবশেষে পিপিইকিট পরে ভোটকর্মীরা তার ভোট নেবেন। এছাড়াও প্রতিটি কেন্দ্রে ভোটারদের জন্য মাস্ক ও যে হাতে ভোট দেবেন তার জন্য গ্লাভস থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker