Barak UpdatesHappeningsBreaking News

২০০ এস্কেভেটর লাগিয়ে ডলুতে শুরু উচ্ছেদ
200 excavators used to uproot tea plantation at Doloo for construction of Greenfield Airport

১২ মে : ডলু চা বাগানে প্রায় ২০০টি এস্কেভেটর নিয়ে চা গাছ উচ্ছেদে নেমেছে কাছাড় জেলা প্রশাসন।এখানে নতুন একটি গ্রিনফিল্ড বিমানবন্দর স্থাপনের জন্য ২৫০০ বিঘা জমির চা গাছ তুলে ফেলতে প্রশাসন বৃহস্পতিবার এই বড় ধরনের অভিযানে নেমেছে।

Rananuj

আসাম পুলিশের অতিরিক্ত সঞ্চালক প্রধান জিপি সিংয়ের নেতৃত্বে পুলিশ ও আধা সামরিক বাহিনীর একটি বিশাল দল এই উচ্ছেদ অভিযানে রয়েছে। চা বাগানের শ্রমিকদের তীব্র বিরোধিতার মধ্যেই চলছে এই অভিযান। জানা গেছে, নিরাপত্তা বাহিনী বাগান এলাকায় পৌছে শ্রমিকদের গৃহবন্দি করে রেখেছে।

উল্লেখ্য, ডলু বাগানের ২৫০০ বিঘা জমির প্রায় ৩০ লক্ষের বেশি চা গাছ ধ্বংস করে বিমানবন্দর স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করার পর বাগান শ্রমিকরা এর তীব্র বিরোধিতা করে আসছিলেন। শ্রমিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেও জেলা প্রশাসন তাদের বোঝাতে পারেনি। আর সে জন্যই প্রশাসন বাধ্য হয়ে বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে এই অভিযানে নেমেছে। শেষ খবরে জানা গেছে, এস্কেভেটর দিয়ে চা গাছ উপড়ে ফেলার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

এ দিকে, এই অভিযানে শ্রমিকরা যাতে কোনও বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্য ডলু বাগান এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৪৪ ধারা জারি করার পর গতকাল থেকেই স্থানে স্থানে পুলিশ ও সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়েছে। উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য সমগ্র অঞ্চল জুড়েই কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

অন্যদিকে, এই পরিস্থিতি নিয়ে কাছাড়ের পুলিশ সুপার রমনদীপ কৌর জানিয়েছেন, বাগানের সঙ্গে যে চুক্তি হয়েছে, তাতে এখানে বিমানবন্দর তৈরি হলে কোনও শ্রমিকই ক্ষতিগ্রস্ত হবেন না। তাছাড়া কারোর কোনও অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আপত্তি জানাতে পারেন। কিন্তু এভাবে সরকারি কাজে বাধা দেওয়া মোটেই ঠিক নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker