India & World UpdatesAnalyticsBreaking News
শিবাজি দুর্গ সংরক্ষণে ২০ কোটির প্রকল্প ঘোষণা উদ্ধব মন্ত্রিসভার20 crore sanctioned for restoration of Shivaji’s Fort
২৯ নভেম্বর : মহারাষ্ট্রের ১৯তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বৃহস্পতিবারই মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্ত নিলেন উদ্ধব ঠাকরে। এ দিন উদ্ধব সরকার দায়িত্বভার গ্রহণ করেই প্রথম মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন। শিবসেনা, কংগ্রেস, এনসিপির মহা বিকাশ আঘাড়ি জোট সরকারের প্রথম সিদ্ধান্তে ২০ কোটি টাকার প্রকল্প ঘোষিত হয়। এই বৈঠকের সিদ্ধান্ত অনুসারে এ বার ২০ কোটি টাকা ব্যয়ে রায়গড়ে শিবাজির দুর্গ সংরক্ষণ করা হবে।
উদ্ধব মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার রাতে হাজির ছিলেন শপথ গ্রহণ করা ৬ জন মন্ত্রী। এনসিপি, শিবসেনা, ও কংগ্রেস থেকে ২ জন করে বিধায়ক মন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। আর তারপরই তাঁদের নিয়ে বৈঠকে বসেন নয়া মুখ্যমন্ত্রী। একসময়ের বিক্ষুব্ধ এনসিপি নেতা অজিত পাওয়ারও এ দিনের বৈঠকে ছিলেন। প্রসঙ্গত, তিনি শপথ গ্রহণ করেননি মন্ত্রী পদের জন্য। এছাড়াও এ দিনের বৈঠকে হাজির ছিলেন উদ্ধব পুত্র তথা মন্ত্রী পদে শপথ নেওয়া ওরলি কেন্দ্রের বিধায়ক আদিত্যও।
১৯৯৫ সাল থেকে ১৯৯৯ সালে যখন মহারাষ্ট্রে শিবসেনা বিজেপি জোটের সরকার গঠিত হয়েছে। তখন তার প্রচ্ছন্ন নিয়ন্তা ছিলেন শিবসেনা প্রধান বাল ঠাকরেই। শোনা যায়, মসনদে না বসেই তিনি সেই সময় গোটা মহারাষ্ট্রের অঘোষিত সম্রাট ছিলেন। এরপর সোজাসুজি ঠাকরে পরিবারের সদস্য ২০১৯ সালে মহারাষ্ট্রের গদিতে আসীন হন। আর গদি দখল করেই উদ্ধব শিবাজি ফোর্ট ঘিরে সিদ্ধান্ত নিয়ে বড় চমক দিয়েছেন।