Barak UpdatesIndia & World UpdatesHappenings

শিলচর জেল থেকে ২০ বন্দিকে নিয়ে বাংলাদেশের পথে পুলিশ
20 Bangladeshis lodged at Silchar Jail deported through Sutarkandi

৪ মেঃ দিদির শরীর খারাপ। তাঁকে দেখতে কলকাতা যাচ্ছিলেন বাংলাদেশের নোয়াখালি জেলার আলোরানি দাস। সেটা আড়াই বছর আগের কথা।  বদরপুরে ট্রেনে ধরা পড়ে যান। সে থেকে কোকরাঝাড় জেলে দিন কাটান। দিদির শরীর এখন কেমন, জানেন না আলোরানি। বাড়িতে স্বামী-ছেলে রয়েছে। তাঁরাই-বা কী করছে, কে জানে! দিদিকে আর দেখা হবে কিনা, অনিশ্চয়তায় চল্লিশোর্ধ্ব বাংলাদেশি নাগরিক। তবে তাঁর কাছে খুশির কথা, তিনি নোয়াখালির বাড়ির উদ্দেশে রওয়ানা হয়েছেন।

Pic Credit:Eagle

শনিবার সূর্য ওঠার আগেই স্নান সেরে তিনি তৈরি হয়ে যান। দুদিন আগেই কোকরাঝাড় থেকে তাকে নিয়ে আসা হয়েছে শিলচর জেলে। সকাল সাড়ে ৭টা নাগাদ করিমগঞ্জ পুলিশ এসে  পৌঁছেছে শিলচরে। একঘণ্টার বেশি সময় লাগে নানা প্রক্রিয়াগত কাজকর্ম সেরে নিতে। তারাই পরে তাকে নিয়ে রওয়ানা হয় সুতারকান্দি সীমান্তের দিকে।

শুধু আলোরানিই নন, একইভাবে বাড়ি যাচ্ছেন আব্দুল গফফর, সৈয়দ আলম আমিন, চারু মিয়া, ইকবাল হোসেন, শেখর নমশূদ্র, আব্দুল লতিফরা। এই পর্বে মোট ২০জনকে ভারত থেকে ফিরিয়ে নিতে সম্মতি জানিয়েছে বাংলাদেশ সরকার। তাদের মধ্যে ১ জন কাছাড় জেলায় ধরা পড়ে। ১ জন হাইলাকান্দিতে। বাকিরা করিমগঞ্জের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ধরা পড়েছেন।

ঠিকানা পরীক্ষানিরীক্ষা করে নিজের দেশের মানুষ বলে নিশ্চিত হওয়ার পরই বাংলাদেশ সরকার তাদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। এরই অঙ্গ হিসেবে শনিবার আন্তর্জাতিক সীমান্তে তাদের গ্রহণ করবে বিডিআর। পরে যার যার বাড়িতে পৌঁছে দেবে।

তারা খোলামেলাই জানান, টাকা দিয়ে দালাল ধরে সীমান্ত পেরিয়েছেন।

Also Read: 20 Bangladeshis lodged in Silchar Jail to de deported on 4 May

May 2: In an important move, India started the process of deporting 20 Bangladeshi nationals who were presently lodged in jails of Assam on 4 May, 2019. Out of the 20 illegal immigrants, 19 were lodged in Silchar Central Jail and a woman was lodged at Kokrajhar Central Jail. They will be repatriated to Bangladesh via Sutarkandi Border in Karimganj. They were handed over to the Bangladeshi authorities, who confirmed that they were residents of the neighboring country.

Border Security Force (BSF) will hand over the repatriates to the Bangladesh Rifles (BDR). The process started around 8.51 in the morning from Silchar Central Jail.  Most of them were arrested from Karimganj, Cachar and Hailakandi district of Assam. Out of the 20 Bangladeshis, there is only one female. The lone female to be deported is Alo Rani Das, who has been brought from Kokrajhar Central Jail to Silchar.The Bangladeshi nationals are:

Shekhar Namashudra (Sylhet)
Sujita Chandra Das (Sylhet)
Ikbal Hussain Talukdar (Sylhet)
Isak Ali (Sylhet)
Ajim Uddin (Sylhet)
Amed Uddin (Sylhet)
Samir Ahmed (Sylhet)
Abdul Gafur (Sylhet)
Chand Ali (Sylhet)
Alim Uddin (Sylhet)
Abdul Latif (Sylhet)
Rabindra Das (Kishoreganj)
Digen Chandra Das (Kishoreganj)
Shah Ali Miyan (Kishoreganj)
Ibrahim Talukdar (Kishoreganj)
Faruk Miyan (Moulabi Bazaar) (Kishoreganj)
Sayed Aal Amin (Habibganj)
Rabiul Saddar (Gopalganj)
Parimal Jaldas (Cox Bazaar)
Alorani Das (female)

Pic Credit:Eagle

Ikbal Hussain Talukdar, who was arrested by Hailakandi police for illegally entering into India and had to serve five-year jail term in Silchar. The lone is Alo Rani Das, who has been brought from Kokrajhar Central Jail was arrested from Badarpur Railway station in Karimganj district around three years back. She came to see her sick sister in Kolkata but was arrested when she was returning. She said, she crossed border by paying money to a group with BSF uniform. Others were arrested by Karimganj police from various parts of the district.

It needs mention here that 21 Bangladeshi nationals were deported on January 19 this year. Further, apart from those 20 who will be released on 4 May, 19 more self-claimed Bangladeshi nationals are still lodged inside Silchar Central Jail. As per jail sources, process for deporting them will also be initiated once they complete their prison term.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker