India & World UpdatesHappeningsBreaking News

হাসপাতাল থেকে পালিয়েও রক্ষা নেই, যুবককে আইসোলেশনে ধরে আনল পুলিশ
Youth runs away from hospital, but caught back & put in isolation ward

১৭ মার্চ : মহারাষ্ট্রে এক পরিবারের চারজন জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। রক্ত পরীক্ষার রিপোর্ট আসতে দেরি হওয়ায় হাসপাতাল থেকে পালিয়ে যান চারজনই। মঙ্গলবার একই ঘটনা ঘটল উত্তরপ্রদেশের মির্জাপুরে।

Rananuj

সোমবার রাতে জ্বর নিয়ে এক ব্যক্তিকে মির্জাপুর জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তিনি জাপান থেকে এসেছেন বলে খবর। তিনি করোনা আক্রান্ত হয়েছেন কি হননি তা বুঝতে রক্তের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে পরীক্ষাগারে। কিন্তু সেই রিপোর্ট আসার আগেই এ দিন সকালে হাসপাতাল থেকে পালিয়ে যান ওই যুবক।

হাসপাতাল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে বিষয়টিতে নজর দেন। খবর দেওয়া হয় পুলিশে। তল্লাশিতে নেমে পুলিশ দেখে নিজের বাড়িতে রয়েছেন ওই যুবক। তুলে এনে ফের জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ঢোকানো হয় তাঁকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker