NE UpdatesBarak Updates

কাছাড়ে ধৃত ২ নাগা জঙ্গি, এম-১৬ বাজেয়াপ্ত
2 Naga militants arrested at Silchar, M-16 recovered

১৯ জুলাইঃ পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে কাছাড়ে ধরা পড়ল দুই নাগা জঙ্গি। দুইজনই নেতৃস্থানীয়। কাবিগাই রংমাই এনএসসিএন (কে)-তে থাকার সময় ছিল জেলিয়াংরঙ অঞ্চলের অর্থসচিব। এনএসসিএন (কে) ছেড়ে বর্তমানে আছে এনএসসিএন(আর)-এ। বিভিন্ন মামলায় গুয়াহাটির এনআইএ টিম তাকে খুঁজছিল। অন্য ধৃত রাফুলাং ওরফে রাহুল ওরফে কালাওনা এনএসসিএন (কে)-র জেলিয়াংরং অঞ্চলের চেয়ারম্যান। কাবিগাই অসমের কাছাড় জেলার নামদাইলঙের বাসিন্দা হলেও রাফুলাংয়ের বাড়ি নাগাল্যান্ডে।

পুলিশ সুপার মুগ্ধজ্যোতি দেবমহন্ত জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে এই অভিযানের ছক কষা হয়। প্রথমে জিরিঘাট-নামদাইলং রোড থেকে গ্রেফতার করা হয় কাবিগাইকে। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সারা রাত রাফুলাংয়ের সন্ধানে খোঁজাখুজি চলে। শেষরাতে সাফল্য মেলে। ধরা পড়ে ৪৩ বছর বয়সী জঙ্গিনেতা। তার কাছ থেকে একটি এম-১৬, একটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পুরো অভিযানে নেতৃত্ব দেন লক্ষ্মীপুরের মহকুমা পুলিশ অফিসার (এসডিপিও) অনুরাগ শর্মা এবং আসাম রাইফেলসের লেফটেনান্ট কর্নেল জ্যোতি লামা ও মেজর গণেশ মেহরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker