Barak UpdatesHappeningsBreaking News
মেডিক্যালে একজন কোভিডে, অন্যজনের নন-কোভিড মৃত্যু2 more deaths registered at SMCH in last 24 hours
৮ অক্টোবরঃ গোটা সেপ্টেম্বর জুড়ে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছিল। অক্টোবরে সংখ্যাটা বাড়বে বলে অনুমান করা হচ্ছে। মঙ্গলবার তিনজনের মৃত্যুর পর শুক্রবার আরও দুইজন কোভিডে সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে ৭৫ বছর বয়সী অর্জুন প্রসাদ সোনারকে কোভিডের দরুন মারা গিয়েছেন বলে সরকারি তরফে জানিয়ে দেওয়া হয়েছে। ৫২ বছরের গোপালমণি ভূমিজ আগে থেকেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন বলে তাঁর মৃত্যুকে নন-কোভিড বলে ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।
শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত জানিয়েছেন, মেহেরপুরের অর্জুনপ্রসাদ সোনার আটদিন ধরে জ্বর-কাশিতে ভুগছিলেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয় মঙ্গলবার রাত ১টা ১০ মিনিটে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। হরিনগরের গোপালমণি ভূমিজকে ভর্তি করা হয়েছিল ৩০ সেপ্টেম্বর। বুধবার রাত ৮টা ২০ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।