SportsBreaking News
2-horned rhino features in the jersey of Assam Cricket team
অসম ক্রিকেট দলের জার্সিতে দুই শৃঙ্গের গণ্ডার!

১০ জানুয়ারি: নতুন বিতর্কে অসম ক্রিকেট সংস্থা।অসম ক্রিকেট দলের নতুন হলুদ-সবুজ জার্সিতে সামনের দিকে রয়েছে গন্ডারের ছবি। কিন্তু সেটি অসমের একশৃঙ্গ গন্ডার নয়, সেখানে থাকা গন্ডারটি দুই শৃঙ্গ বিশিষ্ট৷ এমনকী, তা এশিয়ারই নয়, আফ্রিকার গন্ডার! মুম্বইয়ের ওমটেক্স সংস্থা জার্সিটি তৈরি করেছে।
সংস্থার তরফে জানানো হয়েছে, জার্সির নকশা নিয়ে অসম ক্রিকেট সংস্থার কাছে গিয়েছিলেন তারা। সেখানে তা চূড়ান্ত হওয়ার পরেই জার্সি তৈরি করা হয়েছে। এসিএ এ নিয়ে এখনও মুখ খোলেনি। অসমের ‘জাতীয় প্রতীক’-এর ক’টি খড়্গ, তা না জানাকে কোনওভাবে মেনে নিতে পারছেন না পশুপ্রেমী সহ সাধারণ জনতা।