Barak UpdatesHappeningsBreaking News
অপহৃত অটোচালক উদ্ধার, ধৃত ২
১৮ নভেম্বর: অপহৃত অটোচালককে অক্ষত উদ্ধার করল কাছাড় পুলিশ৷ গ্রেফতার করা হয়েছে দুই অপহরণকারীকে৷ ধৃতরা হল কাবিল হোসেন ও দিলোয়ার হোসেন বড়ভুইয়া৷ লালার আমালার বাসিন্দা দিলোয়ার ওরফে বোম্ব দিলোয়ারকে এই চক্রের মূল মাথা বলে চিহ্নিত করেছেন পুলিশ সুপার বানোয়ার লাল মিনা ও অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস৷
তারা জানান, হাইলাকান্দির নোনাছড়া রিজার্ভ ফরেস্ট থেকে বুধবার সকালে উদ্ধার করা হয়েছে ২৪ বছরের বসরকে৷ দিলোয়ারকে সেখান থেকেই ধরা হয়৷ কাবিলকে গ্রেফতার করা হয় তিনদিন আগে৷ কাটিগড়ার চণ্ডীনগরে একই পাড়ায় বাড়ি আব্দুল বসর চৌধুরী ও কাবিল হোসেনের৷ কিন্তু দুই লক্ষ টাকার লোভে বসরকে অপহরণকারীদের হাতে তুলে দেয় কাবিল৷
পুলিশ সুপার মিনা জানান, কাবিল গত ৯ নভেম্বর বসরের অটো ভাড়া করে নিয়ে তাঁকে ফাঁদে ফেলে৷ হাইলাকান্দি জেলার কাঞ্চনপুরে নিয়ে গিয়েছিল বসরকে৷ সেখানে অপেক্ষা করছিল দিলোয়ার বাহিনী৷ পরদিন ফোন করে বাড়িতে দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়৷ এজাহার পেয়ে পুলিশ তদন্তে নেমে কবীরকে জিজ্ঞাসাবাদ শুরু করে৷ তার স্বীকারোক্তি এবং অন্যান্য সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাসের নেতৃত্বে পুলিশ বাহিনী মঙ্গলবার গভীর রাতে হাইলাকান্দি জেলার নুনাই বনাঞ্চলে তল্লাশি চালায়৷ উদ্ধার করে আনে বসরকে৷
মিনা জানান, এই অপহরণকাণ্ডে আরও কয়েকজন জড়িত রয়েছে৷ সবাইকে দ্রুত গ্রেফতার করা হবে৷ তবে কাটিগড়ার এর আগের অপহরণকাণ্ডের সঙ্গে এর কোনও যোগ নেই বলেই জানান এসপি, এএসপি৷তাঁরা জানান, আগের ঘটনা একেবারেই প্রেমঘটিত, এটি টাকা আদায়ের ছকে৷