NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

সুস্থ হয়ে বাড়ি ফিরলেন উত্তর-পূর্বের প্রথম করোনা রোগী
1st Corona patient from Northeast returns home after being cured

১২ এপ্রিলঃ ইংল্যান্ড ফেরত মণিপুরের প্রথম করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সরকারি বিবৃতিতে রবিবার এই তথ্য প্রকাশ করা হয়েছে। এই তরুণী অবশ্য শুধু মণিপুরের নন, গোটা উত্তর-পূর্ব ভারতের প্রথম করোনা আক্রান্ত। বিবৃতিতে প্রকাশ, দফায় দফায় পরীক্ষানিরীক্ষায় তাঁর নেগেটিভ এসেছে। এরপরই তাকে বাড়িতে পাঠানোর সিদ্ধান্ত নেন বিশেষজ্ঞরা। তবে তাকে বাড়িতে গিয়ে আরও ১৪দিন কোয়রান্টাইনে থাকতে বলা হয়েছে। রবিবার সকালে তাঁর বাবাকে ডেকে এনে সমস্ত ব্যাপার বুঝিয়ে দেওয়া হয়। বিশেষ করে, কোয়রান্টাইন পর্বে কী করণীয়, কী তাঁরা করতে পারবেন না, স্টেট সার্ভেল্যান্স অফিসার ডা. এল তমচা খোমান নানাভাবে তা ব্যাখ্যা করেন। তিনি জানান, তাঁর সুস্থ হওয়ার দরুন মণিপুরে এই সময়ে আর একজন করোনা রোগী চিকিতসাধীন রয়েছেন।

মণিপুর স্বাস্থ্যবিভাগের মুখপাত্র তথা অ্যাডিশনাল ডিরেক্টর ডা. খৈরম শশীকুমার মাঙাং জানান, এ ছাড়াও মোরের এক ব্যক্তির দেহেও পজিটিভ ধরা পড়েছে। তবে তিনি ১২ মার্চ মণিপুর থেকে বেরিয়ে গিয়েছেন এবং করোনা ধরা পড়ে ১২ এপ্রিল। বাঙ্গালোরে এখন তাঁর চিকিতসা চলছে। তাঁর সংস্পর্শে আসা মোরের ১৯জনকে শনাক্ত করে তাদের লালারস পরীক্ষা করা হয়েছে। সকলেরই রিপোর্ট নেগেটিভ।

পৃথক রিপোর্টে মণিপুরের স্টেট সাভেল্যান্স অফিসার ডা. এল তমচা খোমান জানান, রবিবারও জিরিবাম এবং মাও এলাকায় চারশো জনের থার্মাল স্ক্রিনিং হয়েছে। কারও দেহে কোনও সন্দেহজনক লক্ষণ পাওয়া যায়নি। এ ছাড়া, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এ দিন মোট ৩জনকে সরকারি কোয়রান্টাইনে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker