Barak UpdatesHappeningsBreaking News

ট্যালেন্টের সঙ্গে প্যাটেন্টকে যোগ করতে বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী
18th Convocation of NIT Silchar: Union Education Minister urges to increase patents

শিলচর এনআইটি-র ই-সমাবর্তন

২ নভেম্বর: দেশে ট্যালেন্ট বা প্রতিভার অভাব নেই৷ প্রচুর গবেষণা হচ্ছে৷ কিন্তু এর তুলনায় প্যাটেন্ট বড় কম৷ এই ফাঁক ভরাট করতে প্রতিভাবানদের প্রতি আহ্বান জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক৷ শিলচর এনআইটির অষ্টাদশ সমাবর্তনে তিনিই ছিলেন প্রধান অতিথি৷ করোনা আবহে এই সমাবর্তন ভার্চুয়াল বা ইন্টারনেট যোগে হয়৷

Rananuj

মন্ত্রী নিশাঙ্ক তাঁর দিল্লির অফিস থেকে দীক্ষান্ত ভাষণ দেন৷ ডিগ্রিপ্রাপকরা ঘরে বসেই তাঁর বক্তৃতা শোনেন৷ এনআইটির অতিথিশালা অডিটোরিয়ামে অবশ্য বড় পর্দা টাঙিয়ে অনুষ্ঠান উপভোগের সুযোগ দেওয়া হয়৷ ডিরেক্টর শিবাজি বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন৷

এই ই-সমাবর্তনে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সম্মানিত সদস্য হিসাবে গুয়াহাটি থেকে বক্তৃতা করেন৷ বিশেষ অতিথি ছিলেন এআইসিটিইর চেয়ারম্যান অনিল দত্তাত্রেয় সহস্রবুদ্ধে৷ শিলচর এনআইটির প্রাক্তনী সঞ্জয় চৌধুরী বর্তমানে ডিআরডিওর অ্যাসোসিয়েট ডিরেক্টর৷ তিনিও  বক্তব্য রাখেন৷ বোর্ড অব গভর্নর্সের চেয়ারম্যান গৌতম এন মেহরা সমাবর্তন কার্যক্রমের সূচনা করেন৷ এ দিন বিটেক, এমটেক, এমএসসি, এমবিএ-র মোট ৮৩৩ জন ছাত্রছাত্রীকে ডিগ্রি প্রদান করা হয়৷ ৪৮ জন পান পিএইচডি৷

তাঁদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী নিশাঙ্ক বলেন, দেশে প্যাটেন্টের সংখ্যা বাড়াতে হবে৷ তাঁরা যেন দায়িত্ব নিয়ে এগিয়ে আসেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker