NE UpdatesHappeningsBreaking News

নগাঁওয়ের বামুনি পাহাড়ে ১৮ হাতির মৃতদেহ উদ্ধার, বজ্রপাতে মৃত্যু?
18 elephants dies due to probable lightning in Nagaon

ওয়েটুবরাক, ১৩ মে: নগাঁওয়ের বামুনি পাহাড়ে ১৮টি হাতির মৃতদেহের সন্ধান মিলেছে। বনকর্তাদের অনুুুমান, বজ্রপাতে এত হাতির মৃত্যু হয়েছে। আরও মৃৃৃৃৃতদেহ জঙ্গলে পড়ে রয়েছে কিনা তা জানতে শুক্রবারও অভিযান চালানো হবে৷

এলাকার মানুষ জানিয়েছেন, পাহাড়ে ২০টি হাতির ঝাঁক গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল। দু’দিন ধরে রাতে সেখানে ব্যাপক বজ্রপাত, ঝড়বৃষ্টি হয়েছে। গত রাতে তাঁরা হাতিদের আর্তনাদ শুনতে পেয়েছেন।

পশুপ্রেমীরা এর মধ্যে অন্য কোনও রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখতে বলছেন৷ তাদের দাবি, উপযুক্ত তদন্তের নির্দেশ দেওয়া হোক৷ তাহলেই এত হাতির একসঙ্গে মৃত্যুর রহস্য জানা যাবে৷

এ দিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এত হাতির মৃত্যুতে শোক ব্যক্ত করেছেন৷ বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে কালই বামুনি পাহাড়ে যেতে নির্দেশ দিয়েছেন৷ পরিমলবাবু জানিয়েছেন, তিনি বিভাগীয় প্রধানকেও সঙ্গে নিয়ে যাবেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker