Barak UpdatesHappeningsBreaking News
প্রসূতি বিভাগে ১৮ জন করোনায় আক্রান্ত, মেডিক্যালে মোট ২২১ জন18 corona infected in Maternity Ward, total 221 +ve patients at SMCH
২৬ জুলাইঃ শিলচর মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতালে শনিবার ৯জন চিকিৎসাধীন ছিলেন। রবিবার তা বেড়ে হয়েছে ১৮৷ শিলচর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত জানান, কলেজে এই সময়ে মোট ২২১ জন চিকিতসাধীন রয়েছেন। সদ্যোজাত ও মায়েদের মিলিয়ে ১৮জনকে বাদ দিলে বাকি ২০৩ জনের ১৫১ জন পুরুষ। ৪৬ জন রয়েছেন মহিলা। বাকি ৬ জন শিশু। তাঁদের ৮ জন এই সময়ে আইসিইউ-তে রয়েছেন। ৭ জন পুরুষ ও ১ জন মহিলা।
ডা. গুপ্ত বলেন, এ দিন ৭৭ জনের স্ক্রিনিং হয়েছে। এ ছাড়াও, ৫৬৯ জনের নমুুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা হয়েছে ১ হাজার ২৮৪ জনের। এ নিয়ে মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবরেটরিতে মোট ৫৬ হাজার ৬ জনের কোভিড টেস্ট হয়েছে। তাঁদের মধ্যে ১ হাজার ৮৯১ জন পজিটিভ হয়েছে। নমুনা দক্ষিণ অসমের চার জেলা ছাড়াও পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকেও এসেছে। ফলে পজিটিভদের সংখ্যায় ভিন রাজ্যের বাসিন্দারাও অন্তর্ভুক্ত রয়েছেন।
ডা. গুপ্তের কথায়, গত ২৪ ঘণ্টায় মেডিক্যালে মোট ২৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ২০ জন পুরুষ ও ৬ জন মহিলা। ছাড়া পেয়েছেন ১৪ জন। ১০ জন পুরুষ ও ৪ জন মহিলা।