India & World UpdatesHappeningsBreaking News
দক্ষিণ ভারতে কাল শত কিলোমিটার বেগে ঝড় বইবে, পূর্বাভাসCyclonic storm to move towards South India
২৪ নভেম্বরঃ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। সেটি পশ্চিম-উত্তর মুখে অগ্রসর হচ্ছে। এখন পণ্ডিচেরি থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং চেন্নাই থেকে ৪৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে সেটি। ক্রমশ শক্তি বাড়ছে তার। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫৫-৬৫ কিলোমিটার।
এটি যত অগ্রসর হবে আরও শক্তি সঞ্চয় করবে বলে মৌসম ভবন জানিয়েছে। ক্রমে এর গতিবেগ ঘণ্টায় ৮৫ কিলোমিটারে পৌঁছবে বলে জানানো হয়েছে। সেটা আরও শক্তি সঞ্চয় করে নিভার নাম নিয়ে ঘূর্ণিঝড় হিসাবে বুধবার বিকেলের দিকে মামাল্লাপুরম এবং কারাইকলের মাঝে আছড়ে পড়তে পারে। সে সময় এর গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার। পণ্ডিচেরিতে আগামী তিনদিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
The Depression over southwest and adjoining southeast Bay of Bengal about 600 km south-southeast of Puducherry and 630 km south-southeast of Chennai. It is very likely to intensify into a cyclonic storm during next 24 hours. pic.twitter.com/PEUAnLvVaY
— India Meteorological Department (@Indiametdept) November 23, 2020
এ দিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পলানিস্বামীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীর সঙ্গেও তাঁর কথা হয়েছে। তাদের সব রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।