Barak UpdatesAnalyticsBreaking News

পঞ্চায়েতের মনোনয়নে শান্তি বজায় রাখতে কাছাড়ে নিষেধাজ্ঞা জারি

ওয়ে টু বরাক, ৫ এপ্রিল : আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে তৎপর হয়েছে কাছাড় জেলা প্রশাসন। রাজ্য নির্বাচন কমিশন কর্তৃক গত ২ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণার পর দ্রুত পদক্ষেপ গ্রহণ করে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS), ২০২৩-এর ১৬৩ ধারা প্রয়োগ করে জেলাজুড়ে নিষেধাজ্ঞামূলক আদেশ জারি করেছেন।

কাছাড়ের আওতাধীন বিভিন্ন কেন্দ্রে ৩ এপ্রিল শুরু হওয়া মনোনয়ন প্রক্রিয়ায় সম্ভাব্য বিপুল সংখ্যক জনসমাগমের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। প্রার্থী ও সমর্থকরা কেন্দ্রে জড়ো হলে জনগণের শান্তি বিঘ্নিত হতে পারে বা আদর্শ আচরণবিধি লঙ্ঘন হতে পারে বলে প্রশাসন আশঙ্কা করছে। অস্থিরতার আশঙ্কায় জেলা কর্তৃপক্ষ শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনও অপ্রীতিকর ঘটনা রোধে সক্রিয়ভাবে কাজ করা প্রয়োজন বলে মনে করেছে।

এই আদেশের মাধ্যমে জেলা ম্যাজিস্ট্রেট পূর্বানুমতি ছাড়া মনোনয়ন কেন্দ্রের ভেতরে এবং আশেপাশে পাঁচ বা ততোধিক ব্যক্তির বেআইনি সমাবেশ কঠোরভাবে নিষিদ্ধ করেছেন। উপরন্তু, কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে অনুষ্ঠান এবং সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা আরও নিশ্চিত করার জন্য মনোনয়ন এলাকার কাছে অস্ত্র, লাঠি বা অন্য কোনও ধরণের অস্ত্র বহন এখন কঠোরভাবে নিষিদ্ধ।

BNSS 2023 এর ধারা 163 এর অধীনে জারি করা এই আদেশ মনোনয়নের সময় যেকোনও সম্ভাব্য উত্তেজনাকে প্রশমিত করতে একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ। প্রশাসন স্পষ্ট করে দিয়েছে, নির্দেশের যেকোনও লঙ্ঘন ভারতীয় ন্যায় সংহিতা (BNS), 2023 এর ধারা 223 এবং অন্যান্য প্রচলিত আইন অনুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। নির্বাচনী উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে, জেলা কর্তৃপক্ষ সকল রাজনৈতিক দল, প্রার্থী এবং নাগরিকদের শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker