India & World UpdatesHappeningsBreaking News
কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএ বাড়ল ২ শতাংশ

ওয়েটুবরাক, ২৯ মার্চঃ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি পেল ২ শতাংশ ৷ ১ জানুয়ারি থেকে এই বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হবে ৷ কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগী এবং পেনশনভোগী পরিবারও এই বর্ধিত মহার্ঘ ভাতার সুবিধা পাবেন বলে কেন্দ্র সরকার জানিয়েছে ৷
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ ও ডিআর বৃদ্ধিতে অতিরিক্ত ইনস্টলমেন্ট দেওয়ায় ছাড়পত্র দেয় ক্যাবিনেট ৷
বৈঠক শেষে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ২ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন৷ তিনি জানান, এর ফলে ৪৮.৬৬ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৬.৫৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন৷
এর আগে গত বছর জুলাই মাসে শেষবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল বিজেপি সরকার ৷ সেবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ৫০ শতাংশ থেকে বেড়ে হয় ৫৩ শতাংশ ৷ এদিন আরও ২ শতাংশ ডিএ বৃদ্ধি হওয়ার পর মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ৫৫ শতাংশ ৷