Barak UpdatesHappeningsBreaking News
শিলচর কারাগারে বিচারাধীন বন্দির আত্মহত্যা

ওয়েটুবরাক, ২৮ মার্চঃ বিচারাধীন বন্দির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল শিলচর কেন্দ্রীয় কারাগারে। মৃতের নাম পিন্টু রাজপুর। গরুচুরির অভিযোগে ধরা পড়লে গত ৬ ফেব্রুয়ারি শিলচর আদালত তাকে কারাগারে পাঠায়। কারাগার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে অন্যদের সঙ্গে বন্দি গণনায় উপস্থিত ছিলেন পিন্টু। সেখান থেকে গিয়ে চা-রুটি-গুড় দিয়ে প্রাতঃরাশও সারেন। এর পরই নিজের সেলে গিয়ে ‘আত্মহত্যা’ করেন তিনি। মৃতদেহ ময়না তদন্তের জন্য পুলিশের মাধ্যমে শিলচর মেডিক্যাল কলেজে পাঠানা হয়েছে।
কারাগার সূত্র জানিয়েছেন, বাড়িতে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা এসেছেন। অত্যন্ত দুঃস্থ পরিবার। তাই অ্যাম্বুলেন্সের দায়িত্ব জেল কর্তৃপক্ষকেই নিতে হয়েছে।