Barak UpdatesHappeningsBreaking News
জিসি কলেজে প্রশিক্ষণমূলক অধিবেশন

ওয়েটুবরাক, ২৭ মার্চ : বৃহস্পতিবার গুরুচরণ কলেজের ক্যারিয়ার গাইডেন্স সেল, কলেজের আই কিউএসি ও পুনে ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্টের সম্মিলিত উদ্যোগে “স্কিল সেটস ফর আপকামিং জব ক্রিয়েটিং সেক্টর” বিষয়ে একটি প্রশিক্ষণ মূলক অধিবেশনের আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অপ্রতিম নাগের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি তথা বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন সিএ নিখিল নাইনানি, কলেজের ক্যারিয়ার গাইডেন্স সেলের সমন্বয়ক ড. সর্বাণী দত্ত, কলেজের বাণিজ্য বিভাগের বিভাগীয় প্রধান ড. সঞ্জীব ভট্টাচার্য, অধ্যাপক জয়দীপ ভট্টাচার্য, কলেজের বিবিএ বিভাগের বিভাগীয় প্রধান রাজদীপ পুরকায়স্থ, ড. দীপরাজ চক্রবর্তী, মনীষা গোস্বামী, ড.হিমাশিস পাল, অন্তরা রায় প্রমুখ।
অধ্যক্ষ ড. নাগ তাঁর বক্তব্যে প্রশিক্ষণ মূলক অধিবেশনের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন যে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উদ্ভাবক বিভাগে আসন্ন চাকরি প্রাপ্তির জন্য প্রতিযোগিতা মূলক পরীক্ষা গ্রহণ করা হয়ে থাকে। এই সমস্ত পরীক্ষায় কৃতিত্ব অর্জনের জন্য কলেজ শিক্ষার্থীদের উপযুক্ত কলাকৌশল ও কারিগরি দক্ষতা বৃদ্ধি একান্ত প্রয়োজন। সেজন্য এধরনের প্রশিক্ষণ মূলক অধিবেশনের সাহায্যে কলেজ পড়ুয়ারা চাকরির প্রতিযোগিতায় সাফল্য পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আমন্ত্রিত অতিথি বিষয় বিশেষজ্ঞ সিএ নিখিল নাইনানি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উদ্ভাবক চাকরির পরিকল্পনা সম্পর্কে কলেজ শিক্ষার্থীদের ওয়াকিবহাল করেন। সেসঙ্গে এই সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রস্তুতিমূলক প্রণালী, নিপুণ কৌশল পদ্ধতি নিয়ে বিস্তারিত তথ্য, প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করেন। পরবর্তীতে তিনি কলেজ শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে শামিল হন। এদিনের অনুষ্ঠান সার্বিক ভাবে পরিচালনা করেন কলেজের বিবিএ বিভাগের অধ্যাপক ড. দীপরাজ চক্রবর্তী।