Barak UpdatesHappeningsBreaking News
ডিএনএনকে স্কুলের ম্যাগাজিন অঙ্কুর উন্মোচিত

ওয়েটুবরাক, ২৪ জানুয়ারি: দীননাথ নবকিশোর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ম্যাগাজিন ‘অঙ্কুর’ এর দ্বিতীয় সংখ্যার উন্মোচন হলো। বৈদিক মন্ত্রোচ্চারণের সঙ্গে প্রদীপ প্রজ্জ্বলন করে অতিথিরা অনুষ্ঠানের সূচনা করেন। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শান্তনু নায়েক ও সহ-সভাপতি ডঃ ইন্দ্রানী ভট্টাচার্য। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন শিলচর মহিলা কলেজের অধ্যক্ষ ডঃ সুজিত তিওয়ারি, প্রাক্তনী সংস্থার সভাপতি ডঃ স্মৃতি পাল, প্রাক্তন অধ্যক্ষা নীলিমা ভট্টাচার্য এবং বিদ্যালয়ের প্রাক্তনী ও কাছাড় কলেজের প্রাক্তন অধ্যাপিকা ডঃ রমা পুরকায়স্থ। অধ্যক্ষ ডঃ অভিজিৎ সাহার স্বাগত ভাষণের পর অঙ্কুর উন্মোচিত হয়। বক্তব্য রাখেন ডঃ সুজিত তিওয়ারি সহ উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বিদ্যালয়ের এন এস এস ইউনিটের প্রোগ্রাম অফিসার ডঃ সন্দীপ দেবনাথের পরিকল্পনায় বর্তমান ছাত্রী ও প্রাক্তন ছাত্রীদের লেখায় সেজে উঠেছে এই ম্যাগাজিন। সম্পাদনা করেন ডঃ রমা পুরকায়স্থ। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের বিষয় শিক্ষিকা শ্রীমতি পাঞ্চালি দেব। ডঃ সন্দীপ দেবনাথের ধন্যবাদ প্রস্তাবের মাধ্যমে অনুষ্ঠানের সমাপন ঘটে।