Barak UpdatesHappeningsBreaking News
জোট গঠনের আগে নিজেদের শক্তিশালী করতে গুরুত্ব এআইসিসি সম্পাদকের
ওয়েটুবরাক, ৭ জানুয়ারি: বিধানসভা নির্বাচনে জোট গঠনের চেয়ে কংগ্রেস নিজের সংগঠন জোরদার করার ওপরই এখন বিশেষ গুরুত্ব দিচ্ছে। মঙ্গলবার শিলচরে বরিষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় দলের কৌশলের কথা প্রকাশ করেন এআইসিসি সম্পাদক পৃথ্বিরাজ প্রভাকর শাঠে। তিনি বলেন, “উপযুক্ত সময়েই জোট গঠনের তোড়জোড় হবে। তখন দেখা যাবে কাদের সঙ্গে নিয়ে এগোবে কংগ্রেস। তবে এখন আমরা নিজেরা শক্তিশালী হয়ে উঠতে চাইছি।”
বিজেপি দল এবং হিমন্ত বিশ্ব শর্মার সরকারের সমালোচনা করে শাঠে বলেন, এরা ভয়ভীতি দেখিয়ে সরকারে টিকে থাকতে চায়। প্রশাসনকে নির্লজ্জভাবে ব্যবহার করছে। এরা নির্বাচন কমিশনকেও প্রভাবিত করে নিয়েছে বলে মন্তব্য করেন এআইসিসি নেতা। তাই বলে তাঁরা ভয় পেয়ে ময়দান ছেড়ে দেবেন, এমনটা ভাবার কারণ নেই। শাঠের দাবি, বরং এ সবের দরুন কংগ্রেস আরও বেশি সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। পঞ্চায়েত, পুর নিগম কি বিধানসভা সবেতেই তাঁরা জোরালো লড়াই করবেন। ধলাই আসনের উপনির্বাচনের ফলাফলকে তিনি বারবার উদাহরণ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, জিততে না পারলেও বিধানসভার উপনির্বাচনে যে ফলাফল মিলেছে, তা জয়েরই নামান্তর। এই লড়াইটাই সর্বত্র লড়তে তাঁরা প্রস্তুতি নিচ্ছেন বলে জানালেন এআইসিসি সম্পাদক।
জেলা সভাপতি অভিজিত পাল, দুই বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর ও খলিলউদ্দিন মজুমদার, প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ ও বিধানসভার প্রা্ক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্করকে পাশে বসিয়ে শাঠে জানান, পঞ্চায়েত ও পুর নিগমের নির্বাচনে কৌশল প্রণয়নের দায়িত্ব স্থানীয় নেতৃত্বকে ছাড়া হবে। তাঁরাই আসন সমঝোতা, জোট গঠন ইত্যাদি ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
অভিজিত জানিয়ে দেন, শহরের পরিধি বাড়ায় তাঁরা এখন আর শুধু ওয়ার্ড কমিটিতে ক্ষান্ত থাকছেন না। গঠন করা হচ্ছে জোনাল কমিটি। চারটি জোনাল কমিটিতে বিভক্ত খাকবে গোটা পুর এলাকা।