Barak UpdatesCulture
ডিএসএ-র ঝুমুর রায় স্মৃতি প্রতিযোগিতা শেষ হলো
ওয়ে টু বরাক, ৭ জানুয়ারি : পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ঝুমুর রায় স্মৃতি প্রতিযোগিতা। শেষের দিন অর্থাৎ রবিবার ছিল রবীন্দ্র সংগীত, নজরুল গীতি ও লোকসঙ্গীত প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরুর আগে দুই বিচারক অনিমেষ দেব ও কল্যাণী দামকে বরণ করে দেওয়া হয়। এ দিন অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন নাট্যব্যক্তিত্ব শেখর দেবরায়, ডিএসএ-র সাংস্কৃতিক সচিব প্রণব কল্যাণ দে, অভিরূপ চক্রবর্তী প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলার নবনির্বাচিত সভাপতি রূপম সাহা। তিনি জেলা ক্রীড়া সংস্থার এই সাংস্কৃতিক উদ্যমের প্রশংসা করেন। অন্যান্যদের মধ্যে ছিলেন ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি বাবুল হোড়, কাছাড়ের যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক শিবানন্দ রায় প্রমুখ। পরে কৃতীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।