NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
পাঁজি দেখে পুজো দিয়ে দায়িত্ব নিলেন কৌশিক

ওয়েটুবরাক, ১১ ডিসেম্বর: মঙ্গলবার নিজের মন্ত্রকের দায়িত্ব নিলেন কৌশিক রাই। পাঁজিপুথি দেখে পূজার্চনা করে মন্ত্রী হিসেবে অফিসকক্ষে প্রবেশ করেন তিনি। এর পর সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানান, আগামী ১৫ ডিসেম্বর নতুন রেশন কার্ড বিতরণ শুরু হবে। গুয়াহাটিতে আনুষ্ঠানিক ভাবে এর সূচনা করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একদিকে রেশন কার্ড বঞ্চিতদের কার্ড দেওয়া হবে। অন্য দিকে, ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করে সেসব বাতিল করা হবে।
বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রক গড়ে প্রথম তাঁকেই দায়িত্ব দেওয়ায় তিনি মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, তাঁর এই আস্থার প্রতি সম্মান জানাতে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। তবে নতুন বিভাগ বলে এর রূপরেখা তৈরিতে দিন সাতেক সময় লাগবে বলে কৌশিক সাংবাদিকদের জানিয়েছেন। নিজের অন্য দফতর গুলিতেও অফিসারদের ডেকে প্রথমে অধ্যয়ন করতে চান নতুন মন্ত্রী।