Barak UpdatesHappeningsBreaking News
আরজি কর কাণ্ড : ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ
ওয়েটুবরাক, ১৯ আগস্ট: আর জি কর মেডিকেল কলেজে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ সোমবার শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস এর পক্ষ থেকে ধরনা বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও স্বতঃস্ফূর্তভাবে তাতে অংশগ্রহণ করে।
বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখতে গিয়ে এআইডিএসও’র জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য বলেন, কলেজের ঘটনার ভয়াবহতা মারাত্মক। বিশেষ করে মেডিকেল কলেজে যেখানে মানুষ সুস্থ হওয়ার জন্য চিকিৎসা করাতে যায় সেখানেই মহিলা চিকিৎসককে নারকীয় ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে তার নিন্দা জানানোর কোনও ভাষা নেই। দিল্লির গণধর্ষণ ও নারকীয় অত্যাচার, পরবর্তীতে কাটোয়া, উন্নাও, হাথরস, ডিব্রুগড়, মনিপুর এবং গত ৯ আগস্টের কলকাতার লোমহর্ষক ধর্ষণ ও হত্যাকাণ্ড প্রমাণ করছে যে মেয়েরা নিরাপত্তাহীন। তিনি জানান, একদিকে যখন এই ঘটনার প্রতিবাদ সারা দেশে চলছে, তখনই সংবাদ মাধ্যম থেকে খবর পাওয়া যাচ্ছে, উত্তরাখণ্ডেও এক নার্সকেও ধর্ষণ করে হত্যা করা হয়েছে। অর্থাৎ কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের চরম ব্যর্থতায় অপরাধীদের মনে সাহস সঞ্চার করেছে যে এ ধরনের অপরাধের কোনও শাস্তি হয় না। তিনি এও বলেন যে, সরকারের অনুমোদন ক্রমে পর্নোগ্রাফির ঢালাও প্রচার চলছে, মদ ও ড্রাগসের সেবন আজ অতি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সরকারের এতে কোন নিয়ন্ত্রণ নেই। ফলে অপরাধের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। সরকার যে দলের হোক না কেন তাদের চরিত্র এক ও অভিন্ন। তিনি এই ঘটনার অপরাধীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি প্রয়োগের দাবি জানান। এছাড়াও বক্তব্য রাখেন গৌরচন্দ্র দাস, অঞ্জন কুমার চন্দ, পরিতোষ ভট্টাচার্য, খাদেজা বেগম লস্কর প্রমুখ।