HappeningsBreaking News
যোরহাট মেডিক্যাল কলেজে ৯ দিনে ১৬ শিশুর মৃত্যু !16 newborns die in 9 days at Jorhat Medical College, prove ordered
১০ নভেম্বর : মাত্র ৯ দিনেই যোরহাট মেডিক্যাল কলেজে ১৬টি শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এরপরই রাজ্য সরকার এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুসারে, ১ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ১৬টি নবজাতকের মৃত্যু হয়েছে।
তবে কী কারণে একের পর এক শিশুর মৃত্যু হল, তা নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে হাসপাতালের একটি সূত্র জানায়, এই শিশুদের মধ্যে কয়েকজন জন্মগত রোগের জন্য মারা গেছে, কয়েকটি শিশুর ওজন ছিল একেবারেই কম। তবে কর্তৃপক্ষ কোনওভাবেই জটিল পরিস্থিতি মানতে রাজি নয়, তাঁদের কথায়, ঘটনাটি জটিল নয়, বরং ভীতিকর।
এদিকে, ঘটনার অনুসন্ধানের জন্য গুয়াহাটি থেকে একটি দলকে যোরহাট পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে শনিবারই এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ পাবে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, যোরহাটে একটি টিম পাঠানো হয়েছে, এই দল একটি রিপোর্ট দাখিল করবে। যোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারিনটেনডেন্ট সৌরভ বরকাকতি বলেন, হাসপাতালের স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিটে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এই মৃত্যুর কারণ হিসেবে কোনও অবহেলার কথা তিনি মানতে রাজি হননি। তিনি বলেন, কখনও হাসপাতালে রোগীর সংখ্যা অনেক বেশি থাকে, সেজন্য নবজাতকের মৃত্যুর সংখ্যাও বেশি। এইসব নবজাতকের জন্মের সময় ওজনও অনেক কম ছিল। আর এসব কারণেই এই নবজাতকেরা মারা গিয়েছে।
তিনি আরও বলেন, এখানে একটি সিভিল হাসপাতালকে পুরোমাত্রায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রূপান্তর করা হয়েছে। রোগীর সংখ্যা অনেক বেড়েছে, এখন ১৪১টি বেড দিয়ে কলেজ চলে না। এভাবেই কখনও বেশি সংখ্যায় শিশুদের ভর্তি করতে হয়। তাছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার অনুসন্ধানের জন্য ৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে বলে জানান তিনি।
একটি পরিসংখ্যানে জানা গেছে, যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ৪০ জন শিশুর মধ্যে ৬ জন মারা গিয়েছে। তবে সূত্রের খবর, গত সপ্তাহে হাসপাতালে ৮৪টি শিশু ভর্তি হয়েছিল। এর মধ্যে ১৬ জন মারা যায়।