Barak UpdatesBreaking News
নিতাইনগর থমথমে, ধৃত মোট ১৬
16 arrested so far in Nitainagar mob lynching case

১৩ অক্টোবরঃ গণপ্রহার ও পরে পুলিশের ওপর হামলার ঘটনার জেরে হাইলাকান্দি জেলার নিতাইনগর, লস্করবাজার এখনও থমথমে। ধরপাকড়ের আশঙ্কায় বাড়িঘরগুলি পুরুষশূন্য। এ পর্যন্ত পুলিশ মোট ১৬জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে সোনাই এলাকার ৯জন। তাদের শনিবারই জেলে পাঠানো হয়েছে। বাকিরা হামলার অভিযোগে অভিযুক্ত। ৬জনকে শনিকালই আটক করা হয়েছিল। রবিবার তুলে আনা হয় আরও একজনকে। ৭জনকেই আজ গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজগুলো ভাল করে পরীক্ষা করা হচ্ছে। দোষীদের কারও রেহাই মিলবে না।