Barak UpdatesHappeningsBreaking News

হরিনগর সীমান্ত এলাকায় ২৩টি মোষ বাজেয়াপ্ত, ধৃত পাচারকারী

ওয়েটুবরাক, ২৮ নভেম্বর : গরু-মোষ চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল বিএসএফ৷  কাছাড় জেলার হরিনগর সীমান্ত এলাকায় মঙ্গলবার ভোরে তারা বাজেয়াপ্ত করে ২৩টি মোষ৷ গোয়েন্দা সূত্রে গরু-মোষ পাচারের চেষ্টার কথা জেনেই বিশেষ সতর্ক হয়ে ওঠেন সীমান্ত রক্ষীরা৷ অভিযানে এক পাচারকারীকেও গ্রেফতারে সমর্থ হন৷ ধৃত ফজউল উদ্দিন ভারতীয় নাগরিক৷ কাটিগড়ার জগদীশপুর পঞ্চম খণ্ডে তার বাড়ি৷

বিএসএফের কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ার সূত্র জানিয়েছেন, ফজউল উদ্দিন এবং বাজেয়াপ্ত ২৩ মোষকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ২০২৩ সালে থেকে মিজোরাম এবং কাছাড় সীমান্তে বিএসএফ বাংলাদেশে পাচার করার সময় ৩৭৩টি গবাদি পশু বাজেয়াপ্ত করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker