India & World UpdatesHappeningsBreaking News
হিমাচলের কুলুতে ধসে পড়ল একাধিক বহুতল বাড়ি, মৃত অসংখ্য
ওয়েটুবরাক, 24 আগস্টঃ ব্যাপক ভূমিধসের ঘটনা হিমাচল প্রদেশের কুলুতে। ভেঙে পড়ল একাধিক বাড়ি। ইতিমধ্যে বৃহত্তর এলাকা জুড়ে লাল সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসম ভবন। আগামী ২ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
বৃহস্পতিবার সকালের এই ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে প্রচুর মানুষ। তাসের ঘরের মত ভেঙে পড়া বহুতলগুলিতে মোট কতজন ছিলেন তখন, হিসাব কষা হচ্ছে। ঘটনার পর পরই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপ সরিয়ে তার নীচে চাপা পড়া মানুষদের উদ্ধার করার কাজ শুরু হয়েছে। কিন্তু বৃষ্টির দরুন পরিস্থিতি সংকটজনক।